নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাতাতে আসছেন মুজিব উর রহমান। এই আফগান স্পিনারকে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স। আনুষ্ঠানিকভাবে ফ্র্যাঞ্চাইজিটি নিশ্চিত করেছে বিষয়টি। বিপিএল তাই নতুন রঙ পাচ্ছে।
বিগ ব্যাশ, আইএল টি-টোয়েন্টি ও এসএ টি-টোয়েন্টির জন্য অনেক তারকা খেলতে পারছেন না বিপিএলে। তবে পাকিস্তানি অনেক তারকা এসে বিপিএলকে একটি মানদণ্ডে রেখেছিলেন। তবে শেষ দিকে এসে চলে যাবে পাকিস্তানি ক্রিকেটাররা। তাই ফের তারকাখ্যাতির শঙ্কা হচ্ছিল।
কিন্তু ফ্র্যাঞ্চাইজিগুলো সেই সুযোগ দিচ্ছে না আপাতত। সবাই চেষ্টা চালাচ্ছে তারকা ভেড়ানোর। এর মধ্যে রংপুর দিল বড় চমক। দলে নিয়েছে মুজিবকে। বিপিএলে রোববার কোনো ম্যাচ ছিল না। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুরে যখন ফ্র্যাঞ্চাইজিটি অনুশীলন করছিল, তখনই একটা আভাস পাওয়া যাচ্ছিল টিম ম্যানেজম্যান্টের পক্ষ থেকে।
সন্ধ্যায় রংপুর রাইডার্স কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে, কথা-বার্তা চূড়ান্ত হয়ে গেছে মুজিবের সাথে। তবে ঠিক কবে আসবেন মুজিব, সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি। রংপুরের বাইরে ফরচুন বরিশালের হয়ে মুজিবের খেলতে আসার গুঞ্জন শোনা যাচ্ছিল, কেননা গেল মৌসুমে এই ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠ মাতান মুজিব।
তবে শেষ পর্যন্ত মুজিব আসছেন রংপুর রাইডার্সের হয়ে বিপিএল মাতাতে। বর্তমানে রংপুর পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে। সাত ম্যাচ খেলে চার জয় ও তিন হারে ৮ পয়েন্ট দলটির নামের পাশে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post