বিপিএল মাতাতে আসছেন রাসেল-নারাইন

0
61

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য বড় সুসংবাদ। চলমান আসরে খেলতে আসছেন দুই ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল ও সুনীল নারাইন। দুজনই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাঠ মাতাবেন।

বিপিএলের নবম আসরের শুরুতে বিদেশি ক্রিকেটার পাওয়া নিয়ে বেশ শঙ্কা দেখা দেয়। তবে পাকিস্তান জাতীয় দল ও এর আশেপাশের তারকারা এসে বিদেশি ক্রিকেটারের সেই শূন্যতা পূরণ করে দেন। তবে সেই পাকিস্তানি ক্রিকেটাররা এবার চলে যাচ্ছেন। পিএসএলের জন্য ছেড়ে দিতে হয়েছে তাদেরকে।

যার ফলে তারকা সংকটে পড়তে যাচ্ছিল বিপিএল। কিন্তু, সেটা আর হচ্ছে না। আরও বিদেশি তারকারা খেলতে আসছেন বিপিএলে। আসরের শেষ দিকের ম্যাচগুলোর জন্য আসছেন টি-টোয়েন্টি ক্রিকেটের দুই ফেরিওয়ালা রাসেল ও নারাইন। এই ক্যারিবিয়ান তারকাদের নিয়ে আসছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা। সব ঠিক থাকলে সোমবার রাতেই বাংলাদেশে এসে পৌঁছাবেন দুজন।

মূলত রাসেল ও নারাইন দুজনই ব্যস্ত ছিলেন আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে। কিন্তু সেখানে তাদের দল আবু ধাবি নাইট রাইডার্স ভালো খেলতে পারেনি। গ্রুপ পর্বে মাত্র একটি ম্যাচ জিতেছে দশ ম্যাচের মধ্যে। যার ফলে প্লে-অফে খেলা হচ্ছে না। যাত্রা শেষ হয়ে গেছে টুর্নামেন্টে। আর সেই সুযোগই লুফে নিয়েছে কুমিল্লা।

এর আগেও কুমিল্লার জার্সিতে বিপিএল মাতিয়েছেন নারাইন। তবে এবারই প্রথম দলটির হয়ে বিপিএলে খেলবেন রাসেল। যদিও বিপিএলে নিয়মিত মুখ রাসেল। চলমান বিপিএলে ডেভিড মালান, মোহাম্মদ নবী, ফজলহক ফারুকী, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, হাসান আলি, খুশদিল শাহসহ তারকাদের নিয়ে এসেছিলে কুমিল্লা। তবে সবাই চলে যাচ্ছেন। এখন রয়ে গেছেন জনসন চার্লস, চ্যাডউইক ওয়ালটনরা। এবার সেখানে যোগ দিচ্ছেন রাসেল ও নারাইন।

আগামী ৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার বিপিএলে মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। যেখানে তাদের প্রতিপক্ষ সাকিব আল হাসানের দল ফরচুন বরিশাল। আর সেই ম্যাচ থেকেই রাসেল ও নারাইনকে মাঠে দেখা যাবে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here