নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে দেশে এসে পৌঁছেছেন দুই তারকা ক্রিকেটার হাসান আলি ও জনসন চার্লস। দুজনই এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাঠ মাতাবেন। বৃহস্পতিবার দলের সাথে যোগ দিয়েছেন তারা চট্টগ্রামে।
এবারের বিপিএলে বিদেশীদের আসা-যাওয়া চলছে। একেক বিদেশী এসে, অল্প কিছু ম্যাচ খেলেই চলে যাচ্ছেন। এবারের আসরেও কুমিল্লা সব মিলিয়ে ১২ জন বিদেশির সাথে চুক্তি করেছে। এর মধ্যে তিন তারকা ডেভিড মালান, মোহাম্মদ নবী ও ফজলহক ফারুকী চলে গেছেন দুই ম্যাচ করে খেলেই। এমন চুক্তিই ছিল। তারা এখন আইএল টি-টোয়েন্টিতে যোগ দেবেন।
এবার দলটিতে এসেছেন হাসান আলি ও জনসন চার্লস। তাদের আসার বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স কর্তৃপক্ষ। বিপিএলে দুজনই নিয়মিত মুখ। এর মধ্যে হাসান আলি এর আগেও কুমিল্লার হয়ে মাঠ মাতিয়েছেন। তবে জনসন চার্লস এবারই প্রথম কুমিল্লার হয়ে খেলবেন।
বিপিএলে খুব একটা ভালো অবস্থানে নেই কুমিল্লা। আসরে দুই ম্যাচ খেলে দুটিতেই হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এখন অবস্থান করছে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে। ১৪ জানুয়ারি নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে কুমিল্লা, যেখানে তাদের প্রতিপক্ষ ফরচুন বরিশাল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post