নিজস্ব প্রতিবেদকঃ একের পর এক বিদেশি ক্রিকেটার আসছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাতাতে। তারকা বিদেশিদের সেই আগমনের খবর দিচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এবার নতুন করে আরও তিন বিদেশি ক্রিকেটার আসলেন বিপিএল মাতাতে।
আর তারা হলেন দক্ষিণ আফ্রিকার ডুয়াইন প্রিটোরিয়াস ও ইংল্যান্ডের অ্যালেক্স হেলস এবং লুক উড। তিনজনই বিপিএল মাতাতে বাংলাদেশে এসে পৌঁছেছেন। ফ্র্যাঞ্চাইজিগুলো সেই খবর নিশ্চিত করেছে।
এর মধ্যে দক্ষিণ আফ্রিকার তারকা অলরাউন্ডার প্রিটোরিয়াস খেলবেন রংপুর রাইডার্সের হয়ে। এস টোয়েন্টি শেষে এক ঝাঁক বিদেশি ক্রিকেটার আসছেন বিপিএল খেলতে। যার মধ্যে অধিকাংশই এনেছে রংপুর। ইতিমধ্যেই রেজা হেনড্রিকস, জিমি নিশাম, ইমরান তাহিররা মাঠ মাতাচ্ছেন। এবার সেখানে যোগ দিলেন প্রিটোরিয়াসও।
কম যাচ্ছে না খুলনা টাইগার্সও। এবারের আসরে নামি-দামি সব ক্রিকেটার দলে ভেড়াচ্ছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। পাকিস্তানি ক্রিকেটাররা চলে যাওয়ার পর তাদের ঢেরায় এখন যুক্ত হয়েছেন জেসন হোল্ডার, ওয়েন পারনেল, অ্যালেক্স হেলস ও লুক উড। এর মধ্যে হেলস ও উড এসে যোগ দিলেন। আর আগে থেকেই আছেন এভিন লুইস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post