নিজস্ব প্রতিবেদকঃ শেষের পথে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। লিগ পর্ব শেষে এখন প্লে-অফের অপেক্ষায় সবাই। প্লে-অফকে সামনে রেখে নতুন রঙ ছড়াচ্ছে। ফ্র্যাঞ্চাইজিগুলো উড়িয়ে নিয়ে আসছে তারকা বিদেশিদের। সেই জায়গায় বড় নাম রেখেছে রংপুর রাইডার্স।
দলটি আগেই জানিয়েছিল, তাদের হয়ে বিপিএল মাতাতে আসছেন মুজিব উর রহমান। সেই মুজিব এবার বাংলাদেশে পা রাখলেন। শনিবার ঢাকায় এসে পৌঁছেছেন আফগান স্পিনার। বিষয়টি নিশ্চিত করেছে রংপুর রাইডার্স কর্তৃপক্ষ।
আসরে কোয়ালিফায়ারে খেলার সুযোগ হারিয়েছে মুজিব। ১৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থেকে লিগ পর্ব শেষ করায়, এখন তাদেরকে খেলতে হবে এলিমেনিটর ম্যাচ। ফরচুন বরিশালের বিপক্ষে ১২ ফেব্রুয়ারি, রোববার দুপুর দেড়টায় সেই এলিমেনেটর ম্যাচে মাঠে নামবে রাইডার্সরা।
আর এই ম্যাচেই মাঠে দেখা যাবে মুজিবকে। ম্যাচটি জিততে পারলে, দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলার সুযোগ মিলবে। আর সেই কোয়ালিফায়ারে জিততে পারলে, সুযোগ থাকবে ফাইনালে যাওয়ার। তাই শক্তিমত্তা বাড়িয়ে সুযোগ কাজে লাগাতে মরিয়া দলটি। শুধুমাত্র মুজিবই নয়, প্লে-অফের জন্য রংপুর দলে ভিড়িয়েছে শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকাকেও। তিনিও ইতিমধ্যে দলের সাথে যোগ দিয়েছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post