স্পোর্টস ডেস্ক:: মিরপুরের হোম অব ক্রিকেটে চলছে বিপিএলের উদ্বোধনী আয়োজন। বিপিএল মিউজিক ফেস্টে অংশ নিচ্ছেন পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ফতেহ আলী খান। রাত সাড়ে আটটার পরই তার মঞ্চে উঠার কথা রয়েছে।
চড়া দামে টিকিট কিনে ইতিমধ্যে দর্শকেরা মাঠে প্রবেশ করেছেন। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দর্শকে ভরপুর। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বিপিএলের উদ্বোধন ঘোষণা করেছেন মঞ্চে।
এই অনুষ্ঠান ঘিরে দর্শক উদ্দীপনা চরমে। সন্ধ্যার সময়ও মাঠে ঢুকতে দর্শকদের দীর্ঘ লাইন দেখা গেছে। দর্শকেরা তাদের টিকিট প্রদর্শন করে বিনা জামেলায় মাঠে প্রবেশ করেছেন। এখন চলছে গান পরিবেশনা। সূরের মূর্ছনায় মুগ্ধ সমর্থকেরা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এই মিউজিক ফেস্ট চলবে সাত ঘণ্টার বেশি সময় ধরে।
মঞ্চে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, বিসিবি সভাপতি ফারুক আহমদের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে আহতরাও ছিলেন। বিকেল সোয়া চারটায় মিউজিক ফেস্ট শুরু হয়েছে। চলবে মধ্যরাত পর্যন্ত।
মিউজিক ফেস্টে ফতেহ আলী খান ও তার দলের পরিবেশনা চলবে ১৮০ মিনিট ধরে। এর আগে গান গেয়েছেন মুজা, জেফাররা। সাতটার দিকে মঞ্চে উঠছে জনপ্রিয় ব্যান্ড দল মাইলস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০