স্পোর্টস ডেস্ক:: বিপিএল শুরুর দিন’কয়েক আগে লন্ডনে যেতে হচ্ছে সাকিব আল হাসানকে। এবারের বিপিএলে রংপুর রাইডার্সে খেলবেন তিনি। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে অনুশীলনেও যোগ দিয়েছেন।
জাতীয় নির্বাচনের পর অনুশীলনে যোগ দিয়ে সাকিব বুঝতে পারেন তার চোখে সমস্যা হচ্ছে। চোখের ডাক্তার দেখাতে তিনি লন্ডনে যাচ্ছেন। বিশ্বকাপেও চোখের সমস্যা ভুগেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
বিসিবি সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবারই সাকিব লন্ডনের বিমানে চড়ছেন। সেখানে বিশেষজ্ঞ চোখের ডাক্তার দেখাবেন। ইতিমধ্যে ঢাকায় দু’জন ডাক্তারকে দেখিয়েছেন, তবে সমাধান মিলেনি।
বিশ্বকাপ চলাকালে ভারতেও চোখের ডাক্তার দেখিয়ে ছিলেন সাকিব। তার আগে যুক্তরাষ্ট্রেও ডাক্তার দেখিয়ে ছিলেন। তাতে সমাধান মিলেনি এই অলরাউন্ডারের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post