বিপিএল ২৮টি ক্যামেরায় সারা বিশ্বে

0
25

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট শুরু হয়েছে গতকাল শুক্রবার ৪ নভেম্বর থেকে। বিপিএলের উদ্বোধনী দিনে কোচ ম্যাচই মাঠে গড়ায়নি। বৃষ্টির পেটে চলে গেছে বিপিএলের প্রথম দিন।

বিপিএলের চতুর্থ আসর সারা বিশ্বের সম্প্রচার হচ্ছে। এবারের আসরে সরাসরি সম্প্রচারে যুক্ত হয়েছে নতুন নতুন প্রযুক্তি। মোট ২৮টি ক্যামেরার সাহায্যে বিপিএলে সম্প্রচার করছে দায়িত্ব পাওয়া প্রতিষ্ঠান।

সাত ফ্র্যাঞ্চাইজি দলের অংশগ্রহণে আয়োজিত বিপিএলের প্রতিটি খেলাই দেখাবে চ্যানেল নাইন। বিপিএলের খেলাগুলোর টেলিভিশন সম্প্রচারের দায়িত্বে থাকা রিয়াল ইমপ্যাক্টের টেকনিক্যাল প্রধান রাজীব কল জানিয়েছেন, এবারের খেলা সম্প্রচারে বেশ কিছু নতুন প্রযুক্তি ব্যবহার করা হবে। এর মধ্যে থাকবে আলট্রা মোশন, পিচ ক্যামেরা, জিং বেলস ও আম্পায়ার ক্যামেরা। প্রতিটি ম্যাচেই থাকছে ভার্চ্যুয়াল গ্রাফিকস। প্রতিটি ম্যাচ সম্প্রচারিত হবে ২৮টি ক্যামেরার সাহায্যে।

এবারের বিপিএলের সব ম্যাচ দেখা যাবে বিশ্বের বেশির ভাগ অঞ্চল থেকেই। সনি ইএসপিএন, প্রিমিয়ার স্পোর্টস, ইএসপিএন, জিও টেলিভিশনের বিপিএলের খেলা ছড়িয়ে দেবে বিশ্বব্যাপী। সনি ইএসপিএন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, ইএসপিএন যুক্তরাষ্ট্রে, প্রিমিয়ার স্পোর্টস কানাডায় ও জিও টিভি পাকিস্তানে খেলা দেখাবে।

বিপিএলে টেলিভিশন ধারাভাষ্যকার হিসেবে থাকছেন ড্যানি মরিসন, সিকান্দার বখত, আতহার আলী খান ও শামীম আশরাফ চৌধুরী। সঞ্চালকের দায়িত্ব পালন করবেন শিনা চৌহান ও আমব্রিন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রআ/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here