স্পোর্টস ডেস্কঃ ব্যর্থতা যেন পিছু ছাড়ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার নটিংহ্যাম ফরেস্টের মাঠে ২-১ গোলে হেরেছে এরিক টেন হাগের দল। তারকাখচিত ইউনাইটেডকে এ নিয়ে মাত্র দ্বিতীয়বার হারাল ফরেস্ট। এর আগে প্রথম জয়টি পেয়েছিল ১৯৯৪ সালে; ওল্ড ট্র্যাফোর্ডের সেই ম্যাচে ২-১ গোলে জিতেছিল তারা।
ফরেস্টের মাঠে গতরাতে তিনটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। নিকলাস দমিনগেসের গোলে পিছিয়ে পড়া ইউনাইটেডকে সমতায় ফেরান মার্কাস রাশফোর্ড। এরপর ফরেস্টের মরগ্যান গিবস-হোয়াইট গড়ে দেন ম্যাচের ভাগ্য। চলতি লিগে এটি ইউনাইটেডের নবম হার। ২০ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে থেকে বছর শেষ করল টেন হাগের দল। ২০ পয়েন্ট নিয়ে পঞ্চদশ স্থানে আছে ফরেস্ট।
৬৪তম মিনিটে এগিয়ে যায় ফরেস্ট। ডান দিক থেকে সতীর্থের বাড়ানো পাস ধরে দমিনগেসের উদ্দেশে আড়াআড়ি ক্রস বাড়ান গঞ্জালো মন্টিয়েল। আর্জেন্টাইন মিডফিল্ডার নিখুঁত শটে খুঁজে নেন জাল। পিছিয়ে পড়ার পরই ৭৮তম মিনিটে স্বস্তি ফিরে ইউনাইটেড শিবিরে। অ্যালেক্সান্দ্রো গারনাচো পাস বাড়ান অন্য প্রান্তে ফাঁকায় রাশফোর্ডকে। দারুণ শটে লক্ষ্যভেদ করেন এই ইংলিশ ফরোয়ার্ড।
চার মিনিট পর পাল্টা আক্রমণে ফের এগিয়ে যায় ফরেস্ট। অ্যান্থনি এলাঙ্গার পাস পেয়ে বক্সের উপরে ঠিক মাঝখান থেকে বাঁকানো শটে জাল খুঁজে নেন মরগ্যান গিবস-হোয়াইট। ইউনাইটেড গোলরক্ষক আন্দ্রে ওনানা ঝাঁপিয়েও পাননি বলের নাগাল। শেষ পর্যন্ত দুর্দান্ত এক জয়ের উৎসবে মেতে ওঠে ফরেস্ট। ১৯ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে লিভারপুল। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে এক ম্যাচ বেশি খেলা অ্যাস্টন ভিলা। ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ম্যানচেস্টার সিটি। তাদের সমান পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নেমে গেছে আর্সেনাল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post