নিজস্ব প্রতিবেদকঃ এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কায় রওয়ানা দিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। রোববার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন এশিয়া কাপের দলে থাকা ক্রিকেটাররা। দুপুর ১২টায় দেশ ছাড়বে টাইগাররা।
বিমানবন্দরে গণমাধ্যমের সাথে কথা বলেছেন পেসার তাসকিন আহমেদ। ডানহাতি এই বোলার সবার দোয়া চেয়ে দেশ ছাড়ছেন। তাসকিন বলেন, ‘এবারের এশিয়া কাপে আমাদের ভালো করার দারুণ সুযোগ আছে। আপনারা সবাই দোয়া করবেন যেন দেশের হয়ে চ্যাম্পিয়ন হতে পারি।’
এবারের এশিয়া কাপ শ্রীলঙ্কা এবং পাকিস্তান দুটি দেশে গিয়ে খেলতে হবে বাংলাদেশকে। ৩১ আগস্ট ক্যান্ডিতে শ্রীলঙ্কা আর ৩ সেপ্টেম্বর লাহোরে আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।
এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল-
সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাসুম আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, লিটন কুমার দাস, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, শরীফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, তানজিদ তামিম ও তানজিম হাসান সাকিব।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post