স্পোর্টস ডেস্ক:: জাতীয় দলের ক্রিকেটার আবু জায়েদ চৌধুরী রাহীর মুঠোফোন উধাও হয়েছে বিমানবন্দর থেকে। ঢাকা থেকে বাংলাদেশ বিমান যোগে সিলেট আসার পথে মুঠোফোন হারিয়েছেন তিনি।
ঈদের ছুটিতে ১৭ এপ্রিল বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ঢাকা থেকে সিলেটে আসেন আবু জায়েদ চৌধুরী রাহী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশের বাসে তিনি মুঠোফোনটি রেখে বিমানে উঠে পড়েন। সাথে সাথে বিমান বাংলাদেশকে বিষয়টি জানান। বিমানের কর্মকর্তারা মোবাইলের খুঁজ নিচ্ছেন বলে তাকে আশ্বস্ত করেন।
তবে বিমানের বাসে যাওয়া মুঠোফোনটি এখনো পাননি আবু জায়েদ রাহী। তিনি আশা করছেন দ্রুত বিমান বাংলাদেশ তার মুঠোফোনটি উদ্ধারের ব্যবস্থা করবে।
প্রিমিয়ার লিগে রাউন্ড রবিনের লিগের ম্যাচ শেষ হয়েছে ১৭ এপ্রিল। সেদিন থেকেই মূলত ছুটি পেয়েছেন ক্রিকেটাররা। ঈদুল ফিতর শেষে আগামি ১ মে থেকে আবারো শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ। তার আগে অবশ্য জাতীয় দলের ক্যাম্প শুরু হয়ে যাবে ইংল্যান্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post