বিমান যাত্রায় পাইলটের বিশেষ অনুরোধ শুনতে হলো ধোনীকে

0
71

স্পোর্টস ডেস্ক:: পুরো দল বিমানে উঠেছে। বিমান যাত্রার শুরুতেই পাইলটের নিয়মিত ঘোষণা। কিন্তুু এবারের ঘোষণায় ব্যতিক্রম। পাইলটের ঘোষণায় মহেন্দ্র সিং ধোনীর প্রতি বিশেষ এক নিবেদন পাইলটের। ভারতীয় ক্রিকেটের বড় তারকা তিনি। বিশ্বকাপ জয়ী ক্রিকেটার। জাতীয় দল থেকে অঘোষিত অবসর নিয়েছেন।

৪১ বছর বয়সী ধোনী শুধুই আইপিএলে খেলছেন চেন্নাইয়ের হয়ে। পাইলট যাত্রার আগের ঘোষণায় জানিয়ে দেন, তিনি ধোনীর বড় ভক্ত। প্রিয় তারকাকে আরো কিছু দিন চেন্নাইয়ের হয়ে খেলার অনুরোধ ওই পাইলটের।

বয়স হয়ে যাওয়াতে অনেকেই ধোনীর ক্যারিয়ারের শেষ আইপিএল দেখছেন। জাতীয় দলেতো নেই, আইপিএল শেষেই ব্যাট-প্যাড তুলে রাখতে পারেন। এমন আলোচনা বেশ ক’দিন থেকেই। পাইলট তাই সুযোগ পেয়ে, বিমান যাত্রার ঘোষণায় আরো কিছু দিন চেন্নাইয়ের হয়ে খেলার অনুরোধ করলেন।

ঘটনাটি ঘটেছে চেন্নাই ও মুম্বাই ম্যাচের আগে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটিতে যাওয়ার আগে বিমানে উঠেন চেন্নাই সুপার কিংসের সদস্যরা। ঘোষণার শুরুতে পাইলট তারকাদের নিয়ে যেতে পেরে নিজের রোমাঞ্চের কথা জানান। তিনি বলেন ‘আমি এই বিমানে শিবম দুবে, ডোয়াইন ব্রাভোদের নিয়ে যেতে পেরে আনন্দিত।’

ধোনীর উদ্দেশ্যে পাইলট বলেন, ‘আমি আপনার বড় ভক্ত। প্লিজ, সিএসকের অধিনায়ক হিসেবে খেলা চালিয়ে যান আপনি।’ মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচটি চেন্নাই জিতেছে ৭ উইকেটের বড় ব্যবধানে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here