স্পোর্টস ডেস্ক:: পাকিস্তান ক্রিকেটে যেনো বিয়ের বছর চলছে। এ বছরই বিয়ে করেছেন শাহিন শাহ আফ্রিদী, হারিস রউফ, শান মাসুদ, শাদাব খানরা। এবার তাদের অধিনায়ক বাবর আজম বসতে যাচ্ছেন বিয়ের পিঁড়িতে।
সামনেই এশিয়া কাপ, এরপরেই বিশ্বকাপ। ওয়ানডে বিশ্বকাপ শেষে এ বছরই বিয়ের কাজ সেরে ফেলবেন বাবর আজম। পাত্রীও দেখা হয়ে গেছে। দুই পরিবার সম্মতও হয়েছে। বিশ্বকাপ শেষেই তাই বিয়ের আসরে বসবেন এই তারকা ক্রিকেটার।
পাত্রী অবশ্য দূরের কেউ নয়। নিজের খালাতো বোনকেই বিয়ে করতে যাচ্ছেন তিনি। গত বছর খানেক থেকেই বিয়ের প্রস্তুুতি চলছে। তবে সময় সুযোগ হচ্ছে না। অবশেষে সময় বের করতে হচ্ছে বাবর আজমকে।
ব্যাট হাতে বাবরের সময়টা বেশ ভালো যাচ্ছে। ওয়ানডে র্যাংকিংয়ে বর্তমানে শীর্ষে আছেন ডানহাতি এই ব্যাটার। এছাড়া বাকি দুই ফরম্যাটেও তার অবস্থান সেরা পাঁচেই। আগামি ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান নেতৃত্বও দেবেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post