স্পোর্টস ডেস্কঃ কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে চলছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যকার ফেডারেশনের কাপের ফাইনাল। ম্যাচের মধ্যাহ্ন বিরতি শেষে ২-০ গোলের লিড পেয়েছে আবাহনী।
ম্যাচের মাত্র ১৭ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমের গোলে লিড নেয় আকাশী-নীলরা। এরপর বিরতিতে যাওয়ার আগে ৪৩তম মিনিটে মোহামেডানের জালে বলা জড়ান ড্যানিয়েল কলিনদ্রেস। শুরু থেকেই মোহামেডানের ওপর চাপ দিয়ে খেলার চেষ্টায় সফল হয়েছে আবাহনী। এই দুই গোল, জয়ের সম্ভাবনা বাড়িয়ে দিল তাদের।
এদিকে দুই গোলে পিছিয়ে থেকে বিরতিতে সাদা-কালো শিবির। সাদামাটা পারফর্ম্যান্সে জেগে বসেছে হারের শঙ্কা। ম্যাচে ঘুরে দাঁড়ানোর মন্ত্র নিয়ে নামতে হবে মোহামেডানকে। দলটিও আবাহনীর ওপর চাপ দেওয়ার চেষ্টা করছে। তবে এখনও গোল পায়নি। ম্যাচে ফিরতে আর মাত্র ৪৫ মিনিট সময় হাতে পাবে মোহামেডান।
এদিকে স্টেডিয়ামে উল্লেখযোগ্য হারে দর্শক এসেছে দুই পক্ষেরই। বিশেষ করে আবাহনীর সমর্থক তুলনামূলক বেশি। তীব্র গরমের মাঝে বিকাল ৩টা ১৫ মিনিটে শুরু হয় এই ফাইনাল ম্যাচ। ১৪ বছর পর আবাহনী-মোহামেডানের ফেডারেশন কাপের ফাইনাল বাড়তি উত্তেজনা তৈরি করেছে। ধীরে সমর্থকদের পদচারণা বাড়ছে স্টেডিয়ামের দিকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post