স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে লড়ছে সেনেগাল। দুই দলের লড়াইয়ে এগিয়ে গেল সেনেগাল। বিরতির ঠিক আগ মূহুর্তে ৪৪তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন ইসমাইল সার। শেষ ষোলোতে যাওয়ার লড়াইয়ে সেনেগালের বাঁচা-মরার লড়াই এই ম্যাচ।
খলিফা ইন্ট্যারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দুই দলের বেশ লড়াই দেখা যায়। প্রথমার্ধ জুড়ে বল দখলে এগিয়ে ছিল ইকুয়েডর। তবে আক্রমণে দাপট দেখিয়েছে সেনেগাল। সেই তুলনায় বেশ পিছিয়ে ছিল ইকুয়েডর।
এখন পর্যন্ত ম্যাচের একমাত্র গোলটি আসে ৪৪তম মিনিটে। ডি-বক্সের ভেতর ফাউলের কল্যাণে পেনাল্টি পায় সেনেগাল। এমন সুযোগ হাতছাড়া করেনি আফ্রিকার দেশটি। স্পট কিক থেকে সহজেই স্কোর শিটে নাম তুলেন সার। ম্যাচে লিড নেয় সেনেগাল। ১-০ গোলের এই লিড নিয়েই বিরতিতে যায় দলটি।
ম্যাচের প্রথমার্ধে ৫৩ শতাংশ বল দখলে রাখে ইকুয়েডর। তবে আক্রমণে এদিন বেশ দুর্বল ভ্যালেন্সিয়ারা। মাত্র ২টি শট নিতে পারে সেনেগালের অর্ধে। তবে একটিও গোলবারে রাখতে পারেনি। অপরদিকে ৪৭ শতাংশ বল দখলে রাখা সেনেগাল ম্যাচে সব মিলিয়ে শট নিতে পারে ১০টি। এর মধ্যে ১টি রাখতে পারে গোলবারে।
এই ম্যাচের উপর অনেকটা নির্ভর করছে ‘এ’ গ্রুপ থেকে কারা যাচ্ছে শেষ ষোলোতে। দুই দলেরই সুযোগ রয়েছে যাওয়ার। বিশেষ করে বড় সুযোগের জন্য জিততেই হবে সেনেগালকে। ইকুয়েডর গ্রুপ পর্বে এক জয় ও ড্র’তে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান করছে। অপরদিকে এক হার ও এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান করছে সেনেগাল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা