স্পোর্টস ডেস্কঃ ম্যাক অ্যালিস্টারের গোলে পোল্যান্ডের বিপক্ষে এগিয়ে গেল আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ডানদিক থেকে সতীর্থের পাস থেকে গোল করেন এই মিডফিল্ডার। ৪৭তম মিনিটে নাহুয়েল মলিনার পাস থেকে ওয়ানটাচে দুর্দান্ত গোল করে দলকে এগিয়ে দেন ব্রাইটন এন্ড হোভ অ্যালবিয়নের এই ফুটবলার।
আর্জেন্টিনার জার্সি গায়ে এ বছরই অভিষেক হয় অ্যালিস্টারের। ইংলিশ লিগে দারুণ খেলেই কোচ লিওনেল স্কালোনির নজর কাড়েন তিনি। বিশ্বকাপে প্রথম ম্যাচে বেঞ্চে থাকলেও টানা দুই ম্যাচে শুরু করলেন তিনি। আর দ্বিতীয় ম্যাচে এসেই কোচের আস্থার প্রতিদান দিলেন। দারুণ এক গোল করে দলকে এগিয়ে দিলেন।
আর্জেন্টিনা একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নিকোলাস ওতামেন্দি, ক্রিস্টিয়ান রোমেরো, মার্কোস আকুনা, মলিনা, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, এলেক্সিস ম্যাকএলিস্টার, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।
পোল্যান্ড একাদশ: ওজিয়েক সিজিসনি, কামিল গ্লিক, জ্যাকুব কিউওর, বার্তোজ বেরেসজিনস্কি, গ্রিজর্জ কিরিচুয়াক, ক্রিস্টিয়ান বিয়েলিক, পিওতর জিয়েলিনস্কি, প্রিজিমিসল ফ্রাঙ্কোভস্কি, ম্যাতি ক্যাশ, রবার্ত লেভানডফস্কি ও আরকাডিয়াস মিলিক।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০