বিরাট কোহলি ফিরলেন, সমালোচনার জবাবও দিলেন

0
64

স্পোর্টস ডেস্ক:: সেঞ্চুরি নেই বিরাট কোহলির ব্যাটে, দল থেকে বাদ পড়ছেন, আসছেন। কখনো কখনো দল থেকে বাদ দেওয়ার দাবিও উঠেছে। বিশ্রাম নিয়েছেন, ফিরেছেন। তবুও কোনো কিছুতেই যেনো কাজ হচ্ছিলো না। ব্যাট হাসছিলো না বিরাটের।

অবশেষে আফগানদের বিপক্ষে অপেক্ষা ফুরিয়েছে তিন বছরের, সমালোচকদের মুখেও তালা মেরে দিয়েছেন বিরাট কোহলি। রানের ফিরেছেন, সেঞ্চুরিও করেছেন। সবই করেছেন বিরাটের মতোই। এশিয়া কাপে ফর্মে ফেরা ইঙ্গিত দিচ্ছিলেন। শেষ পর্যন্ত ভারতের শেষ ম্যাচে এসে হাসলো তার ব্যাট।

তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন আফগান বোলিং লাইনআপকে তুলোধুনো করে। সেই সাথে ব্যাট হাতে দারুণ জবাবও দিলেন সমালোচকদের। কোহলি এখনো শেষ যায়নি, দেওয়ার আছে অনেক কিছুই, সেটাই যেনো মনে করিয়ে দিলেন ভক্ত-সমর্থকদের।

বিরাট কোহলির শতকের দিনে ১০১ রানের বড় জয়ে শান্তনার দুই পয়েন্ট নিয়ে এশিয়া কাপের সুপার ফোর থেকে বাড়ি ফিরলো লুকেশ রাহুলদের ভারত। সেরা চার দলের সুপার ফোরে কোনো জয়ের দেখা পেলো না আফগানিস্তান।

ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত বিরাট কোহলি নিজের মতো করে ব্যাট চালিয়েছেন। তাকে থামাতে পারেননি আফগান বোলাররা। ৫৩ বলে ১১ চার ও ৪ ছয়ে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছোঁয়া কোহলি শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১২২ রানে। ৬১ বলের নান্দনিক ইনিংসে ১২ চার ও ৬ ছক্কা হাঁকান তিনি।

সামনেই টি-২০ বিশ্বকাপ। এশিয়া কাপ ও বিশ্বকাপ থেকের দল থেকেই বিরাট কোহলিকে বাদ দেওয়ার দাবিও উঠেছিলো। তবে শেষ ম্যাচে তিনি জানিয়ে দিলেন, তিনি এখনো ফুরিয়ে যাননি। ব্যাট হাতে তার জ্বলে উঠায় স্বস্তি এসেছে টিম ম্যানেজম্যান্টে। বিশ্বকাপের আগে কোহলিকে ফিরে পাওয়া ভারতীয় সমর্থকদেরও জন্যও দারুণ খবর।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here