স্পোর্টস ডেস্কঃ চলতি লিগে গত অক্টোবরে প্রথম দেখায় ঘরের মাঠে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ১-০ গোলে জিতেছিল বার্সেলোনা। তবে এবার আর পারে নি তারা। আবারও হতাশায় ডুবল লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর দারুণ সুযোগ পেয়েও ব্যর্থ হলো জাভি হার্নান্দেজের শিষ্যরা। বিলবাওয়ের বিপক্ষে ড্র করে ২ পয়েন্ট হারাল বার্সা। করতে পারেনি গোলও।
বিলবাওয়ের মাঠে প্রথমার্ধে বার্সার দুই গুরুত্বপূর্ণ ফুটবলার ফ্রেঙ্কি ডি ইয়ং ও পেদ্রি চোটে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন। ২৬ মিনিটে মাঠ ছেড়েছেন ডি ইয়ং এবং পেদ্রি ৪৫ মিনিটে মাঠ ছাড়েন। ২৪তম মিনিটে প্রথম ধাক্কা খায় কাতালনরা। বল দখলের লড়াইয়ে লাফিয়ে বাজেভাবে পড়ে অ্যাঙ্কেলে চোট পান ডি ইয়ং। মাঠে চিকিৎসা নিয়েও আর খেলা চালিয়ে যেতে পারেননি এই ডাচ মিডফিল্ডার। তার বদলি নামেন তরুণ স্প্যানিশ মিডফিল্ডার ফেরমিন লোপেস।
বিরতির আগে আরেকটি ধাক্কা লাগে বার্সেলোনা শিবিরে। এবার চোট নিয়ে মাঠ ছাড়েন পেদ্রি। ধারণা করা হচ্ছে, হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছেন এই স্প্যানিশ মিডফিল্ডার। তার জায়গায় নামেন ১৬ বছর বয়সী ফরোয়ার্ড লামিন ইয়ামাল। পয়েন্ট হারিয়ে হতাশ বার্সা কোচ জাভি বলেছেন, ‘আমরা ভালো খেলতে পারিনি। আমরা আক্রমণও ভালো করতে পারিনি। এই ম্যাচে আমাদের আরও ভালো খেলা উচিত ছিল। আমরা সুযোগ হারিয়েছি। দল সব মিলিয়ে আরও ভালো খেলতে পারত।’
লিগ টেবিলের শীর্ষে থাকা রিয়ালের পয়েন্ট ২৭ ম্যাচে ৬৬। আর দুইয়ে থাকা জিরোনার পয়েন্ট নিয়ে ৫৯। তাদের থেকে এক পয়েন্ট কম নিয়ে তৃতীয়স্থানে আছে বার্সা। যদি এই ম্যাচটি জিততে পারতো জাভির দল, তাহলে জিরোনাকে এক পয়েন্ট পেছনে সেরা দুইয়ে ওঠতে পারতো বর্তমান চ্যাম্পিয়নরা। গত রাতে জিরোনা হেরেছে মায়োর্কার বিপক্ষে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post