স্পোর্টস ডেস্কঃ অ্যাথলেটিক বিলবাও থেকে বার্সায় নাম লেখালেন ইনিগো মার্তিনেজ। দুই বছরের জন্য চুক্তি করেছেন অভিজ্ঞ স্প্যানিশ ডিফেন্ডার। ‘ফ্রি এজেন্ট’ হিসেবে তাঁকে দলে ভিড়িয়েছে বার্সা। ম্যানচেস্টার সিটি থেকে ইলকাই গিনদোয়ানকে আনার পর এ মৌসুমে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে মার্তিনেজকে কিনল কাতালান ক্লাবটি।
৩২ বছর বয়সী মার্তিনেজকে দলে টানার কথা বুধবার বিবৃতি দিয়ে জানায় বার্সেলোনা। এই ফুটবলার ২ বছরের জন্য ৪০ কোটি ইউরোর রিলিজ ক্লজে বার্সায় যোগ দিয়েছেন। লা লিগার দল বিলবাও ও রিয়াল সোসিয়েদাদের জার্সিতে ৩৫০টির বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে মার্তিনেজের। এবার তার সামনে নতুন অধ্যায়ের চ্যালেঞ্জ।
বার্সা তাদের অভিজ্ঞ মিডফিল্ডার সার্জিও বুস্কেটস ও ডিফেন্ডার জর্দি আলবাকে আগামী মৌসুম থেকে পাচ্ছে না। গত মৌসুমেই তারা বিদায় বলে দেন বার্সাকে। তাদের শূন্যতা পূরণে ম্যান সিটি থেকে গিনদোয়ানও বিলবাও থেকে মার্তিনেজকে নিয়ে এলেন কোচ জাভি হার্নান্দেজ। সবশেষ মৌসুমে লা লিগায় চ্যাম্পিয়ন হয় কাতালানরা। এছাড়া জেতে স্প্যানিশ সুপার কাপের শিরোপা। চ্যাম্পিয়ন্স লিগে অবশ্য গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায় তারা। এরপর ব্যর্থ হয় ইউরোপা লিগেও।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post