স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে দশ বছর পর ক্রিকেট অস্ট্রেলিয়া নারী দলকে পাঠাচ্ছে বাংলাদেশে। স্বাগতিক বাংলাদেশ নারী দলের সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে দেশটি।
মার্চ-এপ্রিলে বাংলাদেশ সফর করবে অস্ট্রেলিয়া নারী দল। আইসিসি ওমেন্স টি-২০ বিশ্বকাপের আগামি আসরের আয়োজক বাংলাদেশ।বিশ্বকাপকে গুরুত্ব দিয়ে দশ বছর পর নারী দলকে বাংলাদেশে পাঠাচ্ছে সিএ।
তবে দশ বছর আগে অস্ট্রেলিয়া দল যখন বাংলাদেশ সফর করেছিলো, সেই দলের মাত্র ৪ জন ক্রিকেটার আছেন বর্তমান দলটিতে। অ্যালিসা হিলি, এলিসা পেরি, বেথ মুনি ও জেস জোনাসেনরা দ্বিতীয়বার আসছেন বাংলাদেশে। সেবার বিশ্বকাপ খেলতে এসেছিলো অজি মেয়েরা। দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে আসছে এবারই প্রথম।
বাংলাদেশ সফর নিয়ে অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচক শন ফ্লেগ্লার বলেন, ‘বাংলাদেশে দুটি ভেন্যুতে খেলব আমরা যেখানে বিশ্বকাপের ম্যাচও হবে, তাই উইকেটগুলো কেমন আচরণ করে তা সফরের সময় খতিয়ে দেখার অংশ হিসেবে থাকবে। ‘
তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের ৩টি সিরিজ খেলার কথা অস্ট্রেলিয়া নারী দলের। এরপর বিশ্বকাপের আগে দুই দলের আর কোনো সিরিজ নেই। অস্ট্রেলিয়া তাই চাচ্ছে সিরিজে টি-২০ ম্যাচের সংখ্যা বাড়াতে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post