স্পোর্টস ডেস্কঃ আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে বড় অবদান রাখেন জুলিয়ান আলভারেজ। তরুণ এই ফরোয়ার্ড টুর্নামেন্টে করেন ৪ গোল। বিশ্বকাপ শেষে ক্লাবে ফিরেও গোলের দেখা পেলেন ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার। চেলসির বিপক্ষে এফএ কাপের ম্যাচে রোববার রাতে গোলের দেখা পান আলভারেজ। ম্যাচটি সিটি জিতে নিয়েছে ৪-০ গোলে।
আর্লিং হলান্ড নেই, নেই কেভিন ডি ব্রুইনাও। দলের সেরা দুই তারকাকে ছাড়াই ঘরের মাঠে এফএ কাপের ম্যাচে চেলসিকে হেসেখেলে হারাল পেপ গার্দিওলার সিটি। রিয়াদ মাহরেজ, ফিল ফোডেন ও আলভারেজের গোলে চেলসিকে তারা হারিয়েছে বড় ব্যবধানে। এই নিয়ে ৭২ ঘণ্টার মধ্যে দুইবার সিটির কাছে হারতে হলো গ্রাহাম পটারের চেলসিকে।
ইতিহাদ স্টেডিয়ামে ২৩ মিনিটের মধ্যে সিটিকে এগিয়ে দেন রিয়াদ মাহরেজ। চার মিনিটের মধ্যে ফের ধাক্কা খায় চেলসি। ২৭ মিনিটের মাথায় নিজেদের বক্সের মধ্যে হাভাৎজের হাতে বল লাগে। ভিএআর প্রযুক্তির সাহায্য নিয়ে পেনাল্টি দেন রেফারি। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেন নি আর্জেন্টাইন উঠতি তারকা আলভারেজ। এখন পর্যন্ত সিটির হয়ে ১০ ম্যাচের শুরুর একাদশে ছিলেন তিনি। এই ১০ ম্যাচে তার গোল ৯টি, করিয়েছেন ২ টি।
২-০ পিছিয়ে পড়লে মারাত্মক চাপে পড়ে যায় চেলসি। আর সেই সুযোগটা কাজে লাগায় সিটি। ৩৮ মিনিটে বাঁ পায়ের শটে ৩-০ করেন ফোডেন। ৮৩ মিনিটে বক্সে ফাউল করেন কালিদোউ কোলিবালি। সিটি পেনাল্টি পেলে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে চতুর্থ গোল করেন মাহরেজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post