স্পোর্টস ডেস্কঃ চলতি বছরের অক্টোবরে হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। ভারতের হতে যাওয়া সেই বিশ্বকাপের আগে দ্বীপাক্ষিক সিরিজে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। অজিদেরকে ঘরের মাঠে আতিথ্য দেবে প্রোটিয়ারা। দুই দল ৩টি টি-টোয়েন্টি ও ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ।
সেই সিরিজের সূচি প্রকাশ করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। সিরিজটির মধ্য দিয়ে ঘরের মাঠে নতুন মৌসুম শুরু করবে দক্ষিণ আফ্রিকা। শুরুতে টি-টোয়েন্টি সিরিজ হবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার।
আগামী ৩০ আগস্ট প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে সিরিজ। এরপর সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি হবে যথাক্রমে ১ ও ৩ সেপ্টেম্বর। টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে কিংসমেডে।
আগামী ৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। ব্লুমফন্টেইনে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এরপর একই ভেন্যুতে ৯ সেপ্টেম্বর দ্বিতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। ১২ সেপ্টেম্বর সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচ হবে পচেফস্ট্রুমে। ১৫ সেপ্টেম্বর সিরিজের চতুর্থ ওয়ানডে ম্যাচ হবে সেঞ্চুরিয়নে। আর ১৭ সেপ্টেম্বর সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে ম্যাচটি হবে জোহানেসবার্গে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post