স্পোর্টস ডেস্কঃ আগামী জুনে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। আসন্ন এই সিরিজের আগে মঙ্গলবার দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ঘোষিত দলে ‘সিনিয়র’ ক্রিকেটারদের দলে ফিরিয়েছে তারা। এর আগে উইন্ডিজের বিপক্ষে সিরিজে বিশ্রামে থাকা প্যাট কামিন্স আছে কিউই সফরে। তবে অধিনায়ক নন, মিচেল মার্শের উপরই আস্থা রেখেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।
উইন্ডিজ সিরিজে দলের অনেক মূল খেলোয়াড়কে বিশ্রাম দিলেও নিউজিল্যান্ডের বিপক্ষে পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। আজ ঘোষিত এ দলে কামিন্স ছাড়াও ফিরেছেন মিচেল স্টার্ক, ট্রাভিস হেড ও স্টিভ স্মিথ। ২১ থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটি হবে। যার শুরুটা হবে ওয়েলিংটনে। পরের দুই টি-টোয়েন্টি হবে অকল্যান্ডে। টি-টোয়েন্টি সিরিজের পর দুই ম্যাচের টেস্ট সিরিজ আছে তাসমান সাগরপাড়ের দুই প্রতিবেশীর।
অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দল- মিচেল মার্শ (অধিনায়ক), প্যাট কামিন্স, টিম ডেভিড, নাথান এলিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, গ্লেন ম্যাাক্সওয়েল, ম্যাট শর্ট, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post