স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টিতে ঝড় তোলে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে জায়গা করে নিলেন টিম ডেভিড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত রাতে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ঝড়ো ইনিংস খেলেন সিঙ্গাপুরে জন্ম নেওয়া এই ব্যাটার। তাতে বড় জয় পায় অজিরা। বৃহস্পতিবার প্রোটিয়াদের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তাতে প্রথমবার অজিদের ৫০ ওভারের দলে সুযোগ পেলেন ডেভিড।
মূলত স্টিভেন স্মিথ-গ্লেন ম্যাক্সওয়েল দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছিটকে যাওয়ায় ডাক পড়েছে ডেভিডের। ক্রিকেট অস্ট্রেলিয়ার ঘোষিত ওয়ানডে দলে ডাক পড়া এই ডানহাতি ক্রিকেটার সবশেষ লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন ২ বছর আগে। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরেই অজিদের জার্সিতে ওয়ানডেতে দেখা যাবে তাঁকে। এর আগে অবশ্য সিঙ্গাপুরের হয়ে এই ফরম্যাটে খেলেছেন তিনি। অস্ট্রেলিয়ার ঘরোয়া ৫০ ওভারের টুর্নামেন্টেও দেখা গেছে তাঁকে।
ডেভিড এখন পর্যন্ত মাত্র ১৬টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন। এই ১৬ ম্যাচে তার পারফরম্যান্স অবশ্য দারুণ। সেঞ্চুরি ২টি, ফিফটি ৫টি। ব্যাটিং গড় ৮২.৭৭, স্ট্রাইক রেট ১২৩.১৪। তবে এই রেকর্ডই শুধু নয়, ইনিংসের শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলার সামর্থ্যের কারণেই মূলত তাকে ওয়ানডে দলে নেওয়া। প্রোটিয়াদের বিপক্ষে নিজের সামর্থ্যের প্রমাণ দিতে পারলে বিশ্বকাপের দুয়ার খুলেও যেতে পারে ডেভিডের! ৫ ম্যাচের এই ওয়ানডে সিরিজ শুরু আগামী ৭ সেপ্টেম্বর।
অস্ট্রেলিয়া ওয়ানডে স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স কেরি, প্যাট কামিন্স, টিম ডেভিড, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইঙ্গলিস, স্পেন্সার জনসন, মার্নাস লাবুশ্যাগনে, তানভীর। সাঙ্গা, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post