স্পোর্টস ডেস্কঃ ইডেন গার্ডেন্সকে বলা হয় ক্রিকেট বিশ্বের অন্যতম আকর্ষণীয় ভেন্যু। এবারের ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালসহ মোট ৫টি ম্যাচ হবে এখানে। তবে বিশ্বকাপের দেড় মাস বাকি থাকতে বড় এক অঘটন ঘটে গেছে এখানে। আগুন লেগে পুড়ে গেছে ইডেনের ড্রেসিংরুম।
বিশ্বকাপকে সামনে রেখে ইডেন গার্ডেন্সে সংস্কার কাজ চলছে। আর সেটা চলাকালীনই ড্রেসিংরুমে বুধবার মাঝরাতে হুট করে আগুন ধরে যায়। স্থানীয় সময় রাত পৌনে ১২টার দিকে হুট করে ধোঁয়ায় ভরে যায় ড্রেসিংরুম। এরপর স্থানীয় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। যদিও ঠিক কী কারণে আগুন লেগেছে, সেটির কোনও ব্যাখ্যা দেয়নি কর্তৃপক্ষ।
তবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফলস সিলিং থাকায় সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ভয়াবহ আগুনে অবশ্য অবকাঠামোগত তেমন কোনো ক্ষতি হয়নি। তবে ক্রীড়াসামগ্রীর ক্ষতি হয়েছে।
বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সেপ্টেম্বরের মধ্যে ইডেনের সংস্কার কাজ শেষ হওয়ার কথা। কিছুদিন আগেই ভেন্যুর সংস্কার কাজের অগ্রগতি দেখে গেছে আইসিসির প্রতিনিধি দল। সন্তুষ্ট হয়েছে তারা সেই কাজে। তবে এবার সংস্কার কাজের জন্য এবার আরও বেশি সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।
এবারের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দুটি ম্যাচ খেলবে কলকাতার এই বিখ্যাত স্টেডিয়ামে। একটি ম্যাচ ২৮ অক্টোবর, নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে। এছাড়া ৩১ অক্টোবর, পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post