স্পোর্টস ডেস্কঃ লা ফিনালিসিমার ফাইনালে বুধবার রাতে ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ৩-০ গোলে বিধ্বস্ত করেছে ইউরোর শিরোপাধারী ইতালিকে। প্রথমার্ধেই ২-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় ল্যাতিন আমেরিকার দলটি। লক্ষ্যভেদ করেন লাউতারো মার্তিনেজ ও আনহেল দি মারিয়া। এরপর দ্বিতীয়ার্ধের এক চেটিয়া ফুটবলের পর শেষদিকে বদলি নামা পাওলো দিবালা বাড়ান জয়ের ব্যবধান।
মার্টিনেজের পাস থেকেই ম্যাচের দ্বিতীয় গোল করে আর্জেন্টিনাকে আরও এগিয়ে নেন ডি মারিয়া। এই নিয়ে টানা ৩২ ম্যাচ অপরাজিত লিওনেল স্কালোনির দল। ম্যাচ জয়ের পর মার্টিনেজ বললেন, বিশ্বকাপের আগে আরও শানিত করতে হবে নিজেদের। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্ব থেকে দ্বিতীয় দল হিসেবে কাতারে খেলার টিকিট নিশ্চিত করেছিল আলবেসেলিস্তেরা। এ অঞ্চলের প্রথম দল হিসেবে বিশ্বকাপে খেলা নিশ্চিত করে ব্রাজিল।
গতরাতে ইতালিকে হারানোর পর মার্টিনেজ বলেন, ‘এটা অমূল্য। যেভাবে সবকিছু এগোচ্ছে, আমরা যেভাবে খেলছি এবং দলটা যেভাবে গুছিয়ে উঠেছে তাতে আমরা খুবই খুশি। তবে বিশ্বকাপের আগে এখনও বেশ কয়েক মাস সময় বাকি আছে এবং আমরা জানি, কিছু কিছু ব্যাপার আমাদের আরও ঠিকঠাক করতে হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০