স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ডের বিশ্বকাপ দলে জায়গা হয় নি হ্যারি ব্রুকের। তবে এই ব্যাটার নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েই যাচ্ছেন। বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়া এই ব্যাটার নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের ওয়ানডে দলে ডাক পেয়েছেন। আছেন আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজেও। তাঁকে রেখেই আইরিশ সিরিজের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
আয়ারলায়ন্ডের বিপক্ষে আসন্ন সিরিজে ইংল্যান্ডকে নেতৃত্ব দিবেন জ্যাক ক্রলি। আইরিশদের বিপক্ষে ইংল্যান্ডের স্কোয়াডে ডাক পেয়েছেন তিন নতুন মুখ- স্যাম হেইন, জ্যামি স্মিথ, জর্জ স্ক্রিমশাও। নিউজিল্যান্ডের বিপক্ষে চারটি ওয়ানডে ম্যাচ হবে ৮, ১০, ১৩ ও ১৫ সেপ্টেম্বর।
এদিকে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজ শুরু হবে ২০ সেপ্টেম্বর। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ২৩ ও ২৬ সেপ্টেম্বর। বিশ্বকাপে ডাক পাওয়ার আগে অন্তত সাতটি ওয়ানডে খেলার সুযোগ পাবেন ব্রুক। যার শুরুটা হবে কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে।
আয়ারল্যান্ড সিরিজের জন্য ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড:
রেহান আহমেদ, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি (অধিনায়ক), বেন ডাকেট (সহ-অধিনায়ক), স্যাম হেইন, উইল জ্যাকস, ক্রেইগ ওভারটন, ম্যাথিউ পটস, ফিল সল্ট, জর্জ স্ক্রিমশ, জেমি স্মিথ, লুক উড।
Discussion about this post