স্পোর্টস ডেস্কঃ দীর্ঘদিন থেকে ওয়েলসের কোচের দায়িত্বে ছিলেন না রায়ান গিগস। সাবেক বান্ধবী ও বোনকে নির্যাতনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে। আগামী ৮ আগস্ট বিচারকার্য শুরু হবে ম্যানচেস্টার ক্রাউন কোর্টে। কাঠগড়ায় দাঁড়ানোর আগে ওয়েলসের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেন তিনি।
৪৮ বছর বয়েসী এই তারকা নিশ্চিত করেন, জাতীয় দলের কোচের পদে আর ফিরছেন না তিনি। অনিশ্চয়তায় রাখতে চান না দেশকে, ‘অনেক ভেবে চিন্তে ওয়েলসের ছেলেদের জাতীয় দলের কোচের পদ ছেড়ে দিচ্ছি। দেশের কোচ হওয়া অনেক গর্বের বিষয়। কিন্তু প্রধান কোচ নিয়ে কোন অনিশ্চয়তা ছাড়া ওয়েলসের বিশ্বকাপ প্রস্তুতি নেওয়া বেশি জরুরি। আমি চাইনি এই মামলার কারণে দেশের বিশ্বকাপ প্রস্তুতির কোন ক্ষতি হোক।’
ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে রেকর্ড ৯৬৩ ম্যাচ খেলেছেন গিগস। ওয়েলসের হয়েও খেলেছেন ৬৪ ম্যাচ। ২০১৮ সালে ওয়েলস কোচের দায়িত্ব নিয়ে দেশকে সর্বশেষ ইউরোর মূলপর্বে তুলেছিলেন তিনি।