স্পোর্টস ডেস্কঃ চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে আইসিসির ওয়ানডে বিশ্বকাপ। ৫০ ওভারের বিশ্বকাপের আগে ঘরের মাঠে পাকিস্তান আয়োজন করবে এশিয়া কাপের আসর। বৈশ্বিক এই দুই শিরোপা নিজেদের হাতে দেখছেন দেশটির তারকা পেসার শাহিন আফ্রিদি। এক সাক্ষাৎকারে বাঁহাতি পেসার এমনটাই জানিয়েছেন।
১৯৯২ সালে একমাত্র ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। দীর্ঘ সেই খরা এবার কাটাতে উন্মুখ দলটি। জিও স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বাঁহাতি পেসার আফ্রিদি বলেন, ‘আমি আশা করি, পাকিস্তান এই বছর এশিয়া কাপ ও বিশ্বকাপ জিতবে। বিশ্বকাপের আগে ওয়ানডে ম্যাচগুলো আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যা বৈশ্বিক আসরে ভালো পারফরম্যান্স করতে আমাদের সাহায্য করবে।’
এদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে দেশটির সাবেক বিশ্বকাপজয়ী কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম জানিয়েছেন ভারতের মাটিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে পাকিস্তান। তিনি বলেন, ‘অবশ্যই, আমি তাদের (পাকিস্তান) পক্ষে বাজি ধরবো এবার। এবার দুই দলই (ভারত এবং পাকিস্তান) দারুণ। তবে আমাদের অধিনায়ক গ্রেট খেলোয়াড় এবং বিশ্বের মধ্যে আমাদের অন্যতম সেরা ফাস্ট বোলিং লাইনআপ আছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০