নিজস্ব প্রতিবেদকঃ নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। চোট কাটিয়ে দলে ফিরেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সুযোগ পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদও।
সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে অধিনায়ক সাকিব আল হাসানকে। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস। এদিকে এই সিরিজ দিয়ে ফিরেছেন সৌম্য সরকারও। এদিকে বিশ্রাম দেওয়া হয়েছে সাকিব ছাড়াও মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরীফুল ইসলামকে।
নানা আলোচনা-সমালোচনার পর জায়গা হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের। এ বছরের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন তিনি। এরপর ‘বিশ্রামের’ নামে বাদ দেওয়া হয় তাকে। রাখা হয়নি এশিয়া কাপের দল। এখন বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তের সিরিজের দলে জায়গা পেলেন রিয়াদ। এদিকে এশিয়া কাপে খেলা শামিম পাটোয়ারি-আফিফ হোসেন-নাঈম শেখরা দল থেকে বাদ পড়েছেন।
আজ রাতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল। ২১ সেপ্টেম্বর মিরপুরে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ওয়ানডে সিরিজ। ২৩ ও ২৬ সেপ্টেম্বর বাকি দুই ম্যাচও হবে মিরপুরে। ওয়ানডের পর দু’দলের টেস্ট সিরিজ হবে আগামী ডিসেম্বরে। ঢাকায় ওয়ানডে খেলে দু’দল পাড়ি জমাবে ভারত সিরিজে। বিশ্বকাপ লড়াই শেষ করে আবার ঢাকায় আসবে কিউইরা।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের বাংলাদেশ দল:
লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক বিজয় (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, রিশাদ হোসেন, খালেদ আহমেদ।
Discussion about this post