বিশ্বকাপের আগে ভারত দলে অশ্বিন

0
41

স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের পৃথক দল ঘোষণা করেছে বিসিসিআই। এশিয়া কাপে খেলা নিয়মিত ক্রিকেটারদের মধ্যে অধিনায়ক রোহিত শর্মা-বিরাট কোহলিদের বিশ্রাম দেওয়া হয়েছে আসন্ন এই সিরিজের প্রথম দুই ম্যাচে। তবে তৃতীয় ওয়ানডেতে তারা খেলবেন বলে জানিয়েছে বিসিসিআই। আগামী ২২ সেপ্টেম্বর অজিদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে। পরের দুটি ম্যাচ ২৪ ও ২৭ সেপ্টেম্বর।

দীর্ঘদিন পর ভারতের ওয়ানডে দলে ফিরেছেন স্পিন অলরাউন্ডার রবিচন্দন অশ্বিন। যদিও ভারতের ঘোষিত বিশ্বকাপ দলে নেই তিনি। ২০২২ সালের জানুয়ারিতে সবশেষ ওয়ানডে খেলা এই তারকা ক্রিকেটার সবশেষ এশিয়া কাপের দলে ব্রাত্য ছিলেন। তবে এবার ফেরানো হয়েছে তাঁকে। প্রথম দুই ওয়ানডের দলে নেই এশিয়া কাপে বাংলাদেশ ম্যাচে চোট পাওয়া অক্ষর পাটেল।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে রোহিতের বদলি হিসেবে অধিনায়কত্ব করবেন কেএল রাহুল। তাঁর সহকারী করা হয়েছে রবীন্দ্র জাদেজাকে। প্রথম দুই ওয়ানডের দলে আছেন রুতুরাজ গায়কোয়াড়, তিলক বর্মা ও প্রসিধ কৃষ্ণাও। তবে তৃতীয় ওয়ানডেতে ফিরবেন রোহিতরা। সে ম্যাচের জন্য বিশ্বকাপের ১৫ জনের সঙ্গে দলে রাখা হয়েছে অশ্বিন ও ওয়াশিংটন সুন্দরকে।

প্রথম দুই ওয়ানডের স্কোয়াড-

লোকেশ রাহুল (রাহুল), রবীন্দ্র জাদেজা, শুভমান গিল, রুতুরাজ গায়কোয়াড, শ্রেয়াস আইয়ার, ইশান কিশান, সূর্যকুমার যাদব, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, তিলক ভার্মা, প্রসিধ কৃষ্ণা, রবীচন্দ্রন অশ্বিন ও ওয়াশিংটন সুন্দর।

তৃতীয় ওয়ানডের স্কোয়াড-

রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ইশান কিশান, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, বিরাট কোহলি, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, রবীচন্দ্রন অশ্বিন ও ওয়াশিংটন সুন্দর।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here