স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপের আগে আর্জেন্টাইন তারকা ফুটবলারদের অনেকে চোটে। বিশ্বকাপের মাত্র এক মাস বাকি থাকতেই চোটে পড়েন পাওলো দিবালা ও আনহেল ডি মারিয়া। জানা গেছে, বিশ্বকাপে অনেকটাই অনিশ্চিত দিবালা। রোমার হয়ে পেনাল্টি কিক নিতে চোট পান এই ফরোয়ার্ড।
আর্জেন্টিনার আরেক ভরসা ডি মারিয়া জুভেন্টাসের হয়ে খেলার সময় চোট পেয়েছেন।চ্যাম্পিয়ন্স লিগে ইসরাইলি ক্লাব ম্যাকাবি হাইফার বিপক্ষে ঊরুর চোটে পড়েন তিনি। তবে আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর। চোট তেমন গুরুতর নয়। তার সেরে উঠতে ২০ বা ২১ দিন লাগবে। আর বিশ্বকাপ শুরু হতে এখনও ৩৮ দিন বাকি। সেদিক থেকে ডি মারিয়াকে নিয়েই বিশ্বকাপ মিশন শুরু করতে পারবে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই যেন জাতীয় দলের দুই সতীর্থ সুস্থ হয়ে যান, সেই প্রার্থনা করছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। ডিরেকটিভি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘বিষয়টা দুশ্চিন্তার, কারণ এটা ভিন্ন এক বিশ্বকাপ। ভিন্ন সময়ে খেলতে হবে এবং আমরা এর খুব কাছাকাছি সময়ে আছি। এখন খুব ছোট সমস্যাও একজন খেলোয়াড়কে ছিটকে দিতে পারে।’
বিশ্বকাপে পূর্ণ ফিট ডি মারিয়া ও দিবালাকে পাওয়ার আশায় মেসি। তিনি বলেন, ‘আশা করি দুজনই সুস্থ হয়ে উঠবে। বিশ্বকাপের আগে সেরে উঠতে তাদের হাতে যথেষ্ট সময় আছে। আশা করি, আমরা সবাই সুস্থ শরীরে সেখানে যাবো।’
কাতারে বিশ্বকাপ শুরু হবে আগামী ২০ নভেম্বর। আর্জেন্টিনার প্রথম ম্যাচ ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে। ‘সি’ গ্রুপে মেসিদের অপর দুই প্রতিপক্ষ মেক্সিকো ও পোল্যান্ড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০