স্পোর্টস ডেস্ক:: বিশ্বকাপ ইতিহাসে প্রথম গোলের দেখা পেয়েছিলো কানাডা। তবে এমন সুখকর দিনেই বেদনার রঙে নীল হলো দলটি। কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো তাদেরকে। ৩৬ বছর আগে বিশ্বকাপে খেলেছিলো কানাডা। সেবার তিন ম্যাচ খেললেও গোলের দেখা পায়নি দলটি।
কাতার বিশ্বকাপে বেলজিয়ামের কাছে ১-০ গোলের হারে শুরু হয়েছিলো তাদের এবারের বিশ্বকাপ মিশন। দ্বিতীয় ম্যাচে শুরুতেই গতবারের রানার্সআপদের জালে বল পাঠিয়ে দেয় দলটি। ম্যাচের মিনিট খানেক পেরুতেই বিশ্বকাপের ইতিহাসে প্রথম গোলের দেখা পায় কানাডিয়ানরা।
ম্যাচের ৬৮ সেকেন্ডে ডেভিস কানাডার হয়ে প্রথম গোলটি করেন। ক্রোয়েশিয়ার বিপক্ষে শুরুতেই এগিয়ে যায় দলটি। তবে এই লিড ধরে রাখতে পারেনি। উল্টো চার গোল হজম করে হেরেছে ৪-১ ব্যবধানে। এই হারে কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়ে গেলো তাদের।
শুরুতেই পিছিয়ে পড়া ক্রোয়েশিয়া দারুণ ভাবে ঘুরে দাঁড়ায়। প্রথমার্ধেই এগিয়ে থেকেই বিরতিতে যায় মদ্রিচরা। দ্বিতীয়ার্ধে আরো তিন গোল দিয়ে কানাডাকে হালি গোলের বন্যায় ভাসায় তারা। আন্দ্রেজ ক্রামারিচের জোড়া গোলের দিনে গোলের দেখা পেয়েছেন মার্কো লিভাজার ও মাজের। তাতেই ক্রোয়েটদের ৪-১ গোলের বড় জয় নিশ্চিত হয়।
ম্যাচের মাত্র মিনিট খানেক যেতেই লিড নেয় কানাড। দ্বিতীয় মিনিটের শুরুতেই ডেভিস দুর্দান্ত এক শটে বল পাঠিয়ে দেন ক্রোয়েশিয়ানদের জালে। শুরুতেই পিছিয়ে পড়া ক্রোয়েটরা ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে উঠে। ম্যাচের ৩৬তম মিনিটে দিকে সমতায় ফেরে দলটি। র্কো লিভাজার গোল করে সমতায় ফেরান দলকে।
সমতায় থাকা কানাডা প্রথমার্ধেই লিড নিয়ে নেয়। বিরতির আগ মূর্হুতে ব্যবধান বাড়িয়ে নেন মার্কো লিভারেজ। ম্যাচের ৪৪তম মিনিটে ব্যবধান হয়ে যায় ২-১। এগিয়ে থেকেই বিরতিতে যায় ক্রোয়েশিয়া। শুরুতে এগিয়ে যাওয়া কানাডাকে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয়।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ক্রোয়েটরা আক্রমণাত্মক খেলতে থাকে। লিডে থাকা কানাডিয়ানরা ম্যাচের ৭০তম মিনিটে ব্যবধান আরো বড় করে। ক্রামারিচের জোড়া গোলে ক্রোয়েশিয়া এগিয়ে যায় ৩-১ গোলের ব্যবধানে। কানাডা ম্যাচে ফিরতে চেষ্টা করে। মিলেনি সাফল্য।
ম্যাচের শেষ দিকে কানাডিয়ানদের কফিনে শেষ পেরেক ঠুঁকে দেন মাজের। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ক্রোয়েশিয়াকে তিনি এগিয়ে দেন ৪-১ গোলে। গোল শোধের আর সুযোগ মিলে নি কানাডার। বড় হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদেরকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০