বিশ্বকাপের উত্তাপে কাতার যাচ্ছেন সাকিব, তামিম-হাবিবুল বাশার

0
80

স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশের ড্যাশিং ওপেনার, ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ব্রাজিলের সমর্থক, তার সঙ্গী নির্বাচক হাবিবুল বাশার সুমনও। টি-২০ ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান আবার আর্জেন্টিনার সমর্থক। প্রিয় দলগুলোর খেলা দেখতে তারা কাতার যাচ্ছেন।

তামিম ইকবাল দেশে আছেন। তিনি ঢাকা থেকেই যাবেন কাতারে। সাকিব পরিবারের সঙ্গে আমেরিকায় আছেন। সেখান থেকেই যাবেন কাতারে। দেশে থাকা নির্বাচক হাবিবুল বাশার সুমন যাবেন কাতারে। সেখানে প্রিয় দলগুলোর খেলা দেখবেন সাকিব, তামিম, সুমনরা।

১ ডিসেম্বর ঢাকায় আসার কথা ভারত দলের। বিরাট কোহলি-রোহিত শর্মারা স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। ঢাকা ও চট্টগ্রামে দুই টেস্ট হবে। হোম অব ক্রিকেটে হবে ওয়ানডে সিরিজও। তার আগেই সাকিব-তামিমরা দেশে ফিরে আসবেন।

তামিম ইকবাল বিশ্বকাপের সবচেয়ে বড় এবং আইকনিক ভেন্যু লুসাইল স্টেডিয়ামে তার পছন্দের ব্রাজিল দলের ম্যাচ দেখবেন। ২৫ নভেম্বর বিশ্বকাপের ফাইনাল ভেন্যুতে সার্বিয়ার মুখোমুখি হবে নেইমাররা। বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব তার পছন্দের দল আর্জেন্টিনার খেলা দেখবেন একই ভেন্যুতে। ২৬ নভেম্বর আর্জেন্টিনা মুখোমুখি হবে মেক্সিকোর।

বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন ৩০ নভেম্বর আর্জেন্টিনা ও পোল্যান্ডের ম্যাচ দেখবেন মাঠে বসে। তার আগে ২৮ নভেম্বর পর্তুগাল ও উরুগুয়ের ম্যাচও তিনি দেখবেন। ২ ডিসেম্বর তার পছন্দের দল ব্রাজিলের খেলা দেখবেন ক্যামেরুনের বিপক্ষে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here