স্পোর্টস ডেস্কঃ ভারত বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে ৪ অক্টোবর। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উদ্বোধনী আয়োজনকে বর্ণাঢ্য করে তুলতে এখন চলছে আয়োজকদের শেষ মুহূর্তের প্রস্তুতি। অনুষ্ঠানের পরদিন একই ভেন্যুতে হবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ।
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের বিভিন্ন পরিবেশনায় থাকবেন বেশ কয়েকজন বলিউড অভিনেতা–অভিনেত্রী ও গায়ক–গায়িকা। এর মধ্যে গান পরিবেশনে থাকবেন কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোসলে, গায়ক ও সংগীত পরিচালক শঙ্কর মহাদেভান, কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল ও অরিজিত সিং।
নাচ–গানের পাশাপাশি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে তুলে ধরা হবে ভারতের ইতিহাস–ঐতিহ্য ও ক্রিকেট উন্মাদনা। উদ্বোধনী অনুষ্ঠানে খেলোয়াড়দের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন ১০ দলের অধিনায়ক।
অনুষ্ঠান শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়। একই মাঠে পরের দিন মুখোমুখি হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড। ওই ম্যাচের টিকিট দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হতে পারবেন দর্শকরা। নরেন্দ্র মোদি স্টেডিয়ামের দর্শক আসন আছে ১ লাখ। এই মাঠে উদ্বোধনী অনুষ্ঠান-ম্যাচ ছাড়াও হবে ফাইনাল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০