বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই ইতিহাস

0
71

স্পোর্টস ডেস্ক:: বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে আগে যা কখনো হয়নি, কাতার-ইকুয়েডরের উদ্বোধনী ম্যাচেই সেটা হলো। প্রথমবারের মতো বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে গোল এলো পেনাল্টি থেকে। স্বাগতিক কাতারের বিপক্ষে ইকুয়েডর এগিয়ে যায় পেনাল্টি থেকে পাওয়া গোলে।

অবশ্য এর আগেই ইকুয়েডরের ভ্যালেন্সিয়া গোল আদায় করে ছিলেন। ম্যাচের তৃতীয় মিনিটেই তার করা গোলটি অফ সাইডের কারণে বাতিল হয়ে যায়। অফ সাইডে বাতিল গোলেই শুরু হয় বিশ্বকাপ। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সহায়তায় মাঠের রেফারি ভ্যালেন্সিয়ার গোলটি বাতিল করে দেন।

এরপরই ইকুয়েডরের ভ্যালেন্সি আবারো গোল করেন। এবার অবশ্য দায় কাতারের গোলরক্ষ সাদ আল সায়েবের। তিনি ভ্যালেন্সিয়াকে ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে গোল করে ইকুয়েডরকে ১-০ গোলে এগিয়ে দেন ভ্যালেন্সিয়া।

মিনিট পনেরো পরে তিনিই আবার ব্যবধান বাড়ান। ভ্যালেন্সিয়ার জোড়া গোলে ম্যাচের ৩১তম মিনিটে ইকুয়েডর এগিয়ে যায় ২-০ গোলে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিক কাতার পিছিয়ে আছে ২-০ গোলেই।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here