স্পোর্টস ডেস্কঃ ভারত বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। বৃহস্পতিবার আহমেদাবাদে এই ম্যাচে টস জিতেছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন না থাকায় নিউজিল্যান্ডের অধিনায়কের দায়িত্ব আজ লাথামের কাঁধে। উইলিয়ামসন ছাড়াও কিউইরা বিশ্বকাপ শুরুর ম্যাচে পাচ্ছে না তারকা পেসার টিম সাউদিকে। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় খেলা হচ্ছে না তাঁর।
একাদশ সেরা ক্রিকেটারদের নিয়েই সাজিয়েছে নিউজিল্যান্ড। ওপেনার ডেভন কনওয়ের সাথে থাকছেন উইল ইয়াং। তিনে রাচিন রবীন্দ্র বেশ ভালো করেছেন প্রস্তুতি ম্যাচে। এই ম্যাচেও তাঁকে তিন নম্বরে ব্যাট করাতে পারে কিউইরা। মিডল অর্ডারে ড্যারিল মিচেল-টম লাথাম-গ্লেন ফিলিপস।
শেষ দিকে মার্ক চ্যাপম্যান-মিচেল স্যান্টনার-জিমি নিশামরা আছেন। তাসমান সাগরপাড়ের দেশটির বোলিং লাইন বেশ বৈচিত্রপূর্ণ। দুই বাঁহাতি স্পিনার রবীন্দ্র-স্যান্টনার। ম্যাট হেনরি-জিমি নিশামদের পেস নেতা ট্রেন্ট বোল্ট। লকি ফার্গুসন-ইশ সোধি নেই সেরা একাদশে।
বিপরীতে ইংলিশদের একাদশে নেই বেন স্টোকস, গাস আটকিনসন, রিস টপলি ও ডেভিড উইলি। নিতম্বের চোটের কারণে নেই বেন স্টোকস। গত আসরের ফাইনালে তার অতিমানবীয় ব্যাটিংয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতে নিয়েছিল ইংলিশরা।
ইংল্যান্ড একাদশ- জনি বেয়ারস্টো, দাভিদ মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক ও উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, আদিল রশিদ ও মার্ক উড।
নিউজিল্যান্ড একাদশ- ডেভন কনওয়ে, উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম লাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ম্যাট হ্যানরি, মিচেল স্যান্টনার, জেমস নিশাম, ট্রেন্ট বোল্ট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post