বিশ্বকাপের এক ম্যাচে চার সেঞ্চুরির রেকর্ড

0
30

স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়েছে পাকিস্তান। হায়দ্রাবাদে মঙ্গলবার আগে ব্যাট করে ৩৪৪ রানের পুঁজি পায় লঙ্কানরা। সেই রান তাড়া করতে নেমে জোড়া সেঞ্চুরিতে জয় পেয়েছে পাকিস্তান। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে ৬ উইকেটে জয়ের রেকর্ড গড়েছে বাবর আজমের দল।

আব্দুল্লাহ শফিকের সেঞ্চুরির সাথে মাইলফলক স্পর্শ করেছেন মোহাম্মদ রিজওয়ান। এর আগে লঙ্কানদের হয়ে সেঞ্চুরি হাঁকান কুশাল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমা। মঙ্গলবার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা-পাকিস্তানের চার ক্রিকেটার সেঞ্চুরি হাঁকিয়েছেন। যা ওয়ানডে বিশ্বকাপে এর আগে কখনও দেখা যায়নি।

পাকিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার দুই ব্যাটসম্যান মেন্ডিস ও সামারাবিক্রমা সেঞ্চুরির দেখা পান। কুশল ৭৭ বলে করেন ১২২ রান আর সামারাবিক্রমার ব্যাট থেকে আসে ৮৯ বলে ১০৮ রান। জবাব দিতে নেমে পাকিস্তানও কম যায়নি। ৩৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০ বল হাতে রেখেই জয় পায়।

বাবর আজমের দলের হয়ে জোড়া সেঞ্চুরি করেছেন শফিক (১১৩) ও রিজওয়ান (১৩১*)। দুই দলের মোট চারজনের সেঞ্চুরিতেই রেকর্ড বইয়ে নাম লেখালো পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ। বিশ্বকাপ ইতিহাসের আর কোন ম্যাচে ৪ সেঞ্চুরি দেখেনি কেউ। এর আগে ওয়ানডে ক্রিকেটে কেবল দুইবার এক ম্যাচে চার সেঞ্চুরি দেখেছিল।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here