বিশ্বকাপের এক সপ্তাহ আগে থেকে কাউন্টারে মিলবে টিকেট

0
94
সংগৃহীত ছবি।

স্পোর্টস ডেস্কঃ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে চলতি বছরের শেষ দিকে। ইতিমধ্যেই টুর্নামেন্টের জন্য সূচি ঘোষণা করেছে ইন্ট্যারন্যশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যদিও সেই সূচিতে পরিবর্তন আসতে যাচ্ছে। যা সমস্যার সৃষ্টি করেছে দর্শকদের জন্য।

এর মাঝেই নতুন বিড়ম্বনা দেখা দিয়েছে। ভারতে হতে যাওয়া বিশ্বকাপে থাকছে না ই-টিকিটের ব্যবস্থা। যার ফলে ঘরে বসে টিকিট কাটার সুযোগ থাকলেও, আবার সেটি নির্দিষ্ট কাউন্টারে গিয়ে ছাপা টিকিট সংগ্রহ করতে হবে।

মূলত পূর্বের কোনো অভিজ্ঞতা না থাকায়, এই ই-টিকিট ব্যবস্থাপনা নিয়ে ঝুঁকি নিতে চায় না বিসিসিআই। বিশ্বকাপের এক সপ্তাহ আগে থেকেই বিভিন্ন জায়গায় অন্তত ৭/৮টি কাউন্টার খোলা হবে টিকিটের জন্য। এখান থেকেই ছাপা টিকিট সংগ্রহ করতে হবে খেলা দেখার জন্য। তবে ঠিক কবে থেকে টিকেট বিক্রি শুরু হবে, সেটি এখন পর্যন্ত প্রকাশ করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড ও আইসিসি।

এই নিয়ে বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ বলেন, ‘আমাদের কাছে বিশ্বকাপের ই-টিকিট ব্যবস্থা নেই। তবে আমরা খেলার এক সপ্তাহ আগে থেকে ৭/৮টি স্পটে সশরীরে টিকিট প্রস্তুত করার ব্যবস্থা করব। বড় ভেন্যুতে ই-টিকিট পাওয়া কঠিন হবে। আহমেদাবাদ এবং লখনৌয়ের মতো বেশি দর্শক আসনের ভেন্যুতে ই-টিকিটের ব্যবস্থা করা কঠিন। বিসিসিআই দ্বিপাক্ষিক সিরিজে আগে ই-টিকিট চালু করবে। এরপর বিশ্বকাপের মতো বহুজাতির ইভেন্টে ই-টিকিটের সুবিধা আনবে।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here