স্পোর্টস ডেস্ক:: বৈশ্বিক আসরগুলো শুরুর আগে কন্ডিশনিং ক্যাম্প করে থাকে বাংলাদেশ। আয়োজক দেশের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতেই সেরকম পরিবেশেই কন্ডিশনিং ক্যাম্প আয়োজন করা হয়।
তবে এবার আগামি বিশ্বকাপের কন্ডিশনিং ক্যাম্প কোথায় হবে? সেটিও জানালো ক্রিকেট বোর্ড। বিসিবি এবার অবশ্য দেশের বাইরে নয়, দেশেই আয়োজন করবে ক্যাম্প। এর কারণও আছে। বিশ্বকাপের আয়োজক ভারত।
ভারতের প্রকৃতি, পরিবেশ সব কিছুই প্রায় বাংলাদেশের মতোই। ওয়ানডে বিশ্বকাপের আগে তাই দেশেই ক্যাম্প করবে বাংলাদেশ। মঙ্গলবার আইসিসি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে। ৫ অক্টোবর শুরু হওয়া বিশ্বকাপ শেষ হবে ১৯ নভেম্বর।
বিসিবির পরিচালক ও ক্রিকেট অপারেশন্স প্রধান মোহাম্মদ জালাল ইউনুস জানিয়েছেন, এবার ক্যাম্প দেশে করবেন তারা। তিনি বলেন, ‘এবার আমরা বাইরে কোনো ক্যাম্প করছি না। ভারতের কন্ডিশনের সঙ্গে আমাদের সাদৃশ্য আছে। সেজন্য আমাদের কোথাও না গেলেও চলবে। একটা ভেন্যু ছাড়া কম-বেশি সবগুলোই ট্রপিক্যাল থাকবে। ধর্মশালায় একটু ঠাণ্ডা থাকবে, এছাড়া বাকি সব ভেন্যুতে কম-বেশি একই। ওরাও ট্রপিক্যাল দেশ। আমরা সেরকম কন্ডিশনেই এখানে অনুশীলন করব তাই দেশের বাইরে গিয়ে অনুশীলন করার তেমন দরকার পড়বে না।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post