স্পোর্টস ডেস্কঃ আগামী অক্টোবরে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের চূড়ান্ত সূচি এখনও প্রকাশ করতে পারেনি আয়োজক দেশ ভারত। এই নিয়ে সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাদের। তবে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো তাদের এক প্রতিবেদনে আইসিসিকে দেয়া বিসিসিআইয়ের খসড়া সূচি প্রকাশ করেছে।
২০১৯ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ড আগামী ৫ অক্টোবর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে। সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৫ ও ১৬ নভেম্বর। আর ফাইনাল ম্যাচটি হবে ১৯ নভেম্বর আহমেদাবাদে। যদিও সেমিফাইনালের ভেন্যু কোথায় হবে তা এখনও জানানো হয়নি।
ইএসপিএনক্রিকইনফো তাদের প্রতিবেদনে জানিয়েছে, ভারত তাদের গ্রুপ পর্বের বাকি ৮টি ম্যাচ আটটি ভিন্ন ভেন্যুতে খেলবে। তাদের বিশ্বকাপ মিশন শুরু হবে ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে চেন্নাইয়ে। খসড়া সূচি অনুযায়ী, বাংলাদেশের সঙ্গে ভারতের ম্যাচটি হবে ১৯ অক্টোবর পুনেতে।
এছাড়া পাকিস্তানের বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের ম্যাচ আগামী ৩১ অক্টোবর। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও পাকিস্তানের বিপক্ষে এই মাঠে খেলেছিল লাল সবুজের প্রতিনিধিরা। এদিকে এখন পর্যন্ত ওয়ানডে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আয়োজক ভারতসহ আট দল।
জিম্বাবুয়েতে ১৮ জুন থেকে ৯ জুলাই বাছাই পর্বের লড়াই শেষে জায়গা করে নেবে আরও দুই দল। যেখানে প্রতিযোগিতায় নামবে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও নেপাল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post