বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা করলনে কোচ মাশচেরানো

0
166

স্পোর্টস ডেস্কঃ এবারের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের আয়োজক আর্জেন্টিনা। আগামী ২০ মে থেকে ১১ জুন ইন্দোনেশিয়ায় বসার কথা ছিল যুব বিশ্বকাপের ২৩তম আসর। ইসরায়েলকে স্বাগত জানাতে অনীহা প্রকাশ করায় দেশটি থেকে টুর্নামেন্ট সরিয়ে নেয় ফিফা। এরপর বিশ্ব চ্যাম্পিয়নদের দেশে যুব বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নেয় ফিফা।

আর্জেন্টিনা ঘরের মাঠের বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে। কোচ হাভিয়ের মাশচেরানোর ঘোষিত স্কোয়াডে নেই ম্যানচেস্টার ইউনাইটেডের অ্যালেক্সান্দ্রো গারাঞ্চো। মূলত প্রিমিয়ার লিগের এই ক্লাব যুব বিশ্বকাপে কোনো খেলোয়াড়কে ছাড়তে না চাওয়ায় গারাঞ্চোর সার্ভিস পাবে না আলবেসেলিস্তেরা। এছাড়া দলে নেই রিয়াল মাদ্রিদের তরুণ খেলোয়াড় নিকলাস পাজ ও ব্রাইটনের ফাকুন্দো বৌনানত্তের। ক্লাব তাদের অনুমতি দেয় নি।

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড: গোলরক্ষক:ফেদেরিকো গোমেস, নিকলাস ক্লা, লুকাস লাভাগনিনো;

ডিফেন্ডার: অগাস্টিন গিয়াই, টমাস আভিলেস, লাউতারো ডি লল্লো, ভ্যালেন্তিন গোমেজ, রোমান ভেইগা, ভ্যালেন্তিন বোট;

মিডফিল্ডার: ম্যাথিউ ট্যাংলঙ্গো, ইগনাসিও মিরামন, ফেদারিকো রেডনডো, ম্যাক্সিমো পেরন, জিনো ইনফান্তিনো, ভ্যালেন্তিন কারবনি;

স্ট্রাইকার: ম্যাথিয়াস সোল, লুকা রোমেরো, আলেজো ভেলিজ, ইগনাসিও মাস্টার পুচ, হুয়ান গাউতো, ব্রিয়ান অ্যাগুইরে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here