স্পোর্টস ডেস্কঃ জয় দিয়ে এশিয়া কাপ শেষ করল বাংলাদেশ। সুপার ফোর পর্বে নিজেদের শেষ ম্যাচে শুক্রবার ভারতকে ৬ রানে হারিয়েছে সাকিব আল হাসানের দল। ২০১২ এশিয়া কাপের পর এই প্রথম রোহিত শর্মা-বিরাট কোহলিদের হারাল টাইগাররা।
সুপার ফোরের প্রথম দুই ম্যাচে দুই স্বাগতিক পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে বাংলাদেশ। তবে শেষ ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে দুর্দান্ত লড়াই করে মনে রাখার মতো এক জয় তুলে নিয়েছে সাকিবের দল। এর আগে সুপার ফোরের টিকিট কাটে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে।
৫ ম্যাচে দুই জয়ের স্বাদ নিয়ে এশিয়া কাপ শেষ করল বাংলাদেশ। আর শেষ ম্যাচে ভারতকে হারিয়ে স্বস্তির জয়ও তোলে নিয়েছে টাইগাররা। তাই অধিনায়ক সাকিব দাবি করলেন, বিশ্বকাপের জন্য সঠিক সমন্বয়ের দল রয়েছে বাংলাদেশের। এখন প্রত্যাশা কেবল সবার ফিট থাকার। সাকিব বলেন, ‘আমি মনে করি, আমাদের খুব ভালো একটি দল আছে। এশিয়া কাপে চলাকালে অনেক চোট সমস্যা দেখা গেছে। অনেক খেলোয়াড় দলে ঢুকেছে, আবার বেরিয়ে গেছে যা আমাদের মোটেও সাহায্য করেনি। তবে আশা করছি, যদি সবাই পুরো ফিট থাকে, তাহলে বিশ্বকাপে আমরা ভয়ঙ্কর একটি দল হব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০