স্পোর্টস ডেস্কঃ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে আয়ারল্যান্ড দল। ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপের বাছাইপর্ব উতরিয়ে নিজেদের টিকিট পেয়েছে আইরিশরা। এতে ওয়ানডে বিশ্বকাপে খেলতে না পারার আক্ষেপে খানিকটা প্রলেপ লাগাতে পেরেছে দলটি।
ইউরোপীয় অঞ্চলের বাছাইয়ে ইতালি, ডেনমার্ক, জার্সি ও অস্ট্রিয়ার বিপক্ষে জিতে বিশ্বকাপ খেলা অনেকটাই নিশ্চিত ছিল আয়ারল্যান্ডের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে এসে দলটির প্রতিপক্ষ ছিল জামার্নি। তবে এডিনবার্গে বৃষ্টির কারণে ম্যাচটি মাঠে গড়ানো সম্ভবপর হয়নি।
ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হয়। আর এতে এক পয়েন্ট পেয়ে যায় আয়ারল্যান্ড। আর সেই পয়েন্টেই বিশ্বকাপে খেলা নিশ্চিত করে পল স্টার্লিংয়ের দল। গ্রুপ পর্বে ৫ ম্যাচে আইরিশদের নামের পাশে ৯ পয়েন্ট। যা কিনা এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ খেলার দুয়ার খুলে দেয় দলটিকে।
এদিকে এর আগে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে স্কটল্যান্ড। স্কটিশরা গ্রুপ পর্বে পাঁচ ম্যাচ খেলে সবকটিতে জিতে ১০ পয়েন্ট নিয়ে ফাইনালে খেলা নিশ্চিত করার পাশাপাশি বিশ্বকাপের টিকিটও কাটে। তবে এখনও তাদের এক ম্যাচ বাকি আছে।
ইউরোপীয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড। এডিনবার্গে শুক্রবার ম্যাচটি হওয়ার কথা রয়েছে। যারাই জিতবে, ইউরোপিয়ান বাছাইয়ে চ্যাম্পিয়ন হিসেবে নাম লেখাবে বিশ্বকাপে। দ্বিতীয় স্থানে থাকা দল রানার্সআপ হিসেবে যাবে বিশ্বকাপে।
উল্লেখ্য, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে যৌথভাবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post