স্পোর্টস ডেস্কঃ স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের টিকিট পেল নেদারল্যান্ডস। ১২ বছর পর বিশ্বকাপে খেলবে ডাচরা। দশম দল হিসেবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পেল তারা। আজ স্কটল্যান্ডের দেওয়া ২৭৮ রানের জবাবে ৪ উইকেটে জয় পেয়েছে নেদারল্যান্ডস।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে টস জিতে স্কটল্যান্ডকে আগে ব্যাট করতে পাঠায় নেদারল্যান্ডস। প্রথম ওভারেই ম্যাথিউ ক্রস ফিরে যান। তবে প্রাথমিক ধাক্কা সামলে ৪৫ রানের জুটি গড়েন ক্রিস্টোফার ম্যাকব্রাইড ও ব্রেন্ডন ম্যাকমুলেন। দলীয় ৪৬ রানে ম্যাকব্রাইড ব্যক্তিগত ৩২ রানে ফিরে যান। টিকতে পারেন নি জর্জ মানসিও।
তবে প্রান্ত আগলে দলকে টেনে নেন ম্যাকমুলেন ও রিচি বেরিংটন। এ দুজনের ১৩৫ বলে ১৩৭ রানে জুটিতেই বড় সংগ্রহের ভিত গড়ে স্কটল্যান্ড। ম্যাকমুলেন ১১০ বলে ১০৬ রান করেন। ১১টি চার ও তিন ছয়ে তিনি এই ইনিংস সাজান। ৮৪ বলে ৩ চার ও ২ ছক্কায় ৬৪ রান করেন বেরিংটন।
শেষ দিকে টমাস ম্যাকিনটশের ২৮ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংসে ৯ উইকেটে ২৭৭ রান সংগ্রহ করে স্কটিশরা।নেদারল্যান্ডসের হয়ে একাই ৫ উইকেট নিয়েছেন ডি লিড। ২৭৭ রান ৪৪ ওভারের মধ্যে তাড়া করে জিততে পারলেই কেবল বিশ্বকাপের টিকেট মিলত নেদারল্যান্ডসের। ডে লেডের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে ৪২.৫ ওভারেই লক্ষ্যে পৌঁছে আনন্দে ভাসে ডাচরা।
রান তাড়া করতে নেমে শুরুটা বেশ ভালোই করেছিল নেদারল্যান্ডস। দুই ওপেনার বিক্রমজিত সিং এবং ম্যাক্স ও’ডাউড মিলে যোগ করেন ৬৫ রান। পাওয়ার প্লে শেষ হওয়ার পর সাজঘরে ফেরেন ও’ডাউড। মাইকেল লিস্কের বলে লেগ বিফোর উইকেট হয়ে বিদায় নেন ২০ রান করা এই ব্যাটার। এরপর ফিরেছেন বিক্রমজিতও।৪৯ বলে ৪০ রান করেন তিনি।
তিনে নেমে সুবিধা করতে পারেননি ওয়েসলি বারেসি। ১১ রান করে ফিরেন তিনি। তেজা নিদামানুরুও এদিন সুবিধা করতে পারেননি।আউট হয়েছেন ১০ রান করে। স্কট এডওয়ার্ডস ২৫ রানের বেশি করতে পারেন নি।এরপর জুলফিকারকে নিয়ে দারুণ এক জুটি গড়ে তোলেন লেড।
বিশ্বকাপ খেলতে শেষ ১৩ ওভারে ১১৪ রান করতে হতো নেদারল্যান্ডসকে। ডি লেডের ১২৩ রানের ইনিংসে সেটা ৭ বল বাকি থাকতেই পেরিয়ে যায় নেদারল্যান্ডস। ডি লেডকে সঙ্গ দেয়া জুলফিকার অপরাজিত ছিলেন ৩৩ রানে। স্কটল্যান্ডের হয়ে দুটি উইকেট নিয়েছেন লিস্ক।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post