বিশ্বকাপের পর এশিয়ান কাপ আয়োজন করতে চায় কাতার

0
41

স্পোর্টস ডেস্কঃ চীন আয়োজন করবে না ২০২৩ এশিয়ান কাপ ফুটবল। করোনার কারণ দেখিয়ে আয়োজক থেকে নিজেদের নাম প্রত্যাহার করে দিয়েছে দেশটি। আগামী বছর ১৬ জুন থেকে এশিয়ান কাপের আসর মাঠে গড়ানোর কথা ছিল। ২৪টি দেশকে নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের আয়োজক থেকে চীন সরে যাওয়ায় নতুন আয়োজক খোঁজতে হবে এশিয়ান ফুটবল কনফেডারেশন-কে।

এক বিবৃতিতে চীনের স্বাগতিক স্বত্ব ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে এশিয়ার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। এএফসি আরও জানিয়েছে, টুর্নামেন্টটি আয়োজনের ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত যথাসময়ে জানানো হবে। আগামী ১৭ অক্টোবর আয়োজক দেশের নাম ঘোষনা করবে এএফসি।

এক বিবৃতিতে এএফসি জানিয়েছে টুর্নামেন্ট আয়োজনের জন্য আগ্রহ প্রকাশ করেছে চারটি দেশ। চার বছর অন্তর এই টুর্নামেন্ট আয়োজনে আগ্রহী দেশগুলো হচ্ছে অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, কাতার ও ইন্দোনেশিয়া। আগামী অক্টোবরে আনুষ্ঠানিকভাবে আয়োজক দেশের নাম ঘোষণা করা হবে।

২০২২ বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ কাতার অবশ্য এর আগে দুইবার এশিয়ান কাপের আয়োজন করেছিল। ১৯৮৮ ও ২০১১ সালে টুর্নামেন্টটির আয়োজন করেছিল মধ্যপ্রাচ্যের এই ধনী দেশটি। এবারো তারা চাচ্ছে নিজেদের মাঠে এই আসর আয়োজন করতে। তবে এর আগে কখনো এশিয়ান কাপের আয়োজন করেনি ইন্দোনেশিয়া। সবশেষ আসরের স্বাগতিক ছিল অস্ট্রেলিয়া, যেখানে চ্যাম্পিয়ন হয়েছিল কাতার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here