স্পোর্টস ডেস্কঃ সাকিব আল হাসানের চোটের ব্যাপারে ‘সুখবর’ দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। ইংল্যান্ডের বিপক্ষে আজ বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ শুরুর আগে তিনি জানিয়েছেন, প্রথম ম্যাচের জন্য ফিট সাকিব। এর আগে অনুশীলনে পাওয়া চোটে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলেন বাংলাদেশ অধিনায়ক।
সাকিব আজ খেলছেন না ইংল্যান্ডের বিপক্ষেও। তবে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বিশ্ব সেরা অলরাউন্ডাকে পাবে বাংলাদেশ। ইংলিশদের বিপক্ষে টস জিতে ব্যাট করছে টাইগাররা। টস পর্বে অধিনায়ক শান্ত বলেছেন, ‘সাকিব শতভাগ ফিট আছেন এবং (বিশ্বকাপে) প্রথম ম্যাচের জন্য প্রস্তুত আছে।’
টসে জিতে ব্যাটিং নেওয়ার বিষয়ে শান্ত বলেছেন, ‘উইকেট ভালো মনে হচ্ছে। আগে ব্যাটিং করার সুযোগ পাওয়াটা ভালো। সর্বশেষ ম্যাচটা আমরা ভালো খেলেছি। মূল লড়াইয়ে নামার আগে এটা আমাদের নিজেদের প্রস্তুত করে নেওয়ার শেষ সুযোগ।’
বিশ্বকাপের মূল আসরে বাংলাদেশের লড়াই শুরু হবে ৭ অক্টোবর থেকে। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলবে সাকিবের দল। এরপর তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচ টাইগাররা খেলবে হিমাচল প্রদেশের ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামে। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে এই মাঠে সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০