স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপের শুরুতে ইমাদ ওয়াসিমকে পাচ্ছে না পাকিস্তান। চোটের কারণে ছিটকে গেছেন এই অলরাউন্ডার। পাকিস্তান অধিনায়ক বাবর আজম সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন এই কথা। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে চোট পেয়েছিলেন ইমাদ।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ চলতি বিশ্বকাপ শুরু করবে পাকিস্তান। এর আগে বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে বিশ্বকাপ শুরু করে যুক্তরাষ্ট্র। এবারের বিশ্বকাপের সহ-আয়োজকরা আসরে নিজেদের প্রথম ম্যাচে জয় পায় কানাডার বিপক্ষে। অ্যারন জোন্সের ছক্কা বৃষ্টিতে রেকর্ডগড়া জয় পেয়েছিক তারা।
এদিকে ইমাদের ছিটকে যাওয়া প্রসঙ্গে পাকিস্তান অধিনায়ক বাবর বলেন, ‘ইমাদ ওয়াসিম সাইড স্ট্রেইনে ভুগছে, তাই সে প্রথম ম্যাচে খেলতে পারবে না। যদিও সে প্রথম ম্যাচ খেলতে পারছে না। আমরা আশা করছি সে পরের ম্যাচগুলো খেলতে পারবে।’ যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচের পর পাকিস্তান তাদের পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দী ভারতের। ৯ জুনের সেই গুরুত্বপূর্ণ ম্যাচে ইমাদের ব্যাপারে আশাবাদী পাকিস্তান শিবির। এরপর একদিন বিরতি দিয়ে ১১ জুন কানাডার বিপক্ষে মাঠে নামবে বাবর আজমের দল।
পাকিস্তানের বিশ্বকাপ দল-
বাবর আজম (অধিনায়ক), আবরার আহমেদ, আজম খান, ফখর জামান, হারিস রউফ, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আমির, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সাইম আইয়ুব, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি ও উসমান খান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post