স্পোর্টস ডেস্কঃ ভারত বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ। অধিনায়ক সাকিব আল হাসান চোট পেয়েছেন। ফলে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে পারবেন না তিনি। যদিও এই ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিক বিবৃতিত দেয় নি এখনও। তবে টিম ম্যানেজমেন্টের একটি সূত্র জানিয়েছে বৃহস্পতিবার অনুশীলনে পাওয়া চোটে বিশ্রামে থাকবেন সাকিব।
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশের দলে নেই নিয়মিত অধিনায়ক সাকিব। লঙ্কানদের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। গৌহাটির বারাসপারা স্টেডিয়ামের প্রস্তুতি ম্যাচে টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ।
এদিকে দলের সূত্রে জানা গেছে, ম্যাচের আগের দিন বৃহস্পতিবার প্রস্তুতির সময় পায়ে চোট পেয়েছেন সাকিব। প্রস্তুতি ম্যাচের আগের রাতে ফুটবল খেলতে গিয়ে বা পায়ে ব্যথা পেয়েছেন সাকিব। তার পা অনেকটাই ফুলে গেছে বলে খবর সূত্রমতে, এই ইনজুরির কারণে শুধু প্রস্তুতি ম্যাচই নয়, বিশ্বকাপের প্রথম ম্যাচেও সাকিবকে পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
বিশ্বকাপের মূল আসরে বাংলাদেশের লড়াই শুরু হবে ৭ অক্টোবর থেকে। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলবে সাকিবের দল। এর আগে বিশ্বকাপে অংশ নিতে ২৭ সেপ্টেম্বর দেশ ছেড়েছে টাইগাররা। একদিন বিরতি দিয়ে আজ প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছে তারা। এরপর ২ অক্টোবর একই মাঠে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। সেই ম্যাচ শেষে পাঁচ দিনের বিরতি দিয়ে মূল বিশ্বকাপের লড়াইয়ে নামার কথা রয়েছে তাদের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০