নিজস্ব প্রতিবেদকঃ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে আনুষ্ঠানিক ফটোসেশন সারল বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার দুপুরে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই ফটোসেশনে খেলোয়াড়দের সঙ্গে ছিলেন টিম ম্যানেজমেন্ট ও কোচিং স্টাফরাও। পরে যোগ দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আরও উপস্থিত ছিলেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস, বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন।
আজ বুধবার (১৫ মে) রাতেই বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর দুই সপ্তাহের বেশি বাকি থাকলেও এতো আগেভাগে দেশ ছাড়ার কারণ হচ্ছে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। বিশ্বকাপের প্রস্তুতি নিতে এই সিরিজ খেলবে টাইগাররা। রাতে দেশ ছাড়ার আগে আজ দুপুরে মিরপুরে বিশ্বকাপের অফিসিয়াল ফটোসেশনে অংশ নিয়েছে বাংলাদেশের খেলোয়াড়রা। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার আগে বাংলাদেশের সাদামাটা ফটোসেশন নিয়ে কম সমালোচনা হয়নি। তবে এবারের ফটোসেশনে স্যুট ব্লেজার গায়ে চাপিয়ে ফটোসেশন সেরেছেন স্কোয়াডে থাকা ক্রিকেটাররা।
আগামী ২ জুন থেকে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। তবে বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন শুরু হবে ৮ জুন থেকে। যেখানে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন, ভেন্যু যুক্তরাষ্ট্রের ডালাস। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে ১০ জুন বাংলাদেশ লড়বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। নিজেদের তৃতীয় ম্যাচে ১৩ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে টাইগাররা। এরপর ১৭ জুন নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্ব শেষ করবে বাংলাদেশ। এর আগে আইসিসি নির্ধারিত ২টি প্রস্তুতি ম্যাচ খেলবে বিশ্বকাপ শুরুর আগে।
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানভীর ইসলাম। রিজার্ভ: হাসান মাহমুদ, আফিফ হোসেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post